নিউইয়র্ক আগামী ২৪ সেপ্টম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রিবিল্ড বেটার বাংলাদেশ সামিট ২০২৪। ছাত্রজনতার আন্দোলনের ফলে যে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে তার প্রতিটি সেক্টরকে নতুন করে কিভাবে সংস্কার করা যায়- এই নিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখবেন। এই অনুষ্ঠান হার্ভার্ড এবং কলোরাডো ইউনিভার্সিটির ছাত্রদের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন হচ্ছে । অনুষ্ঠানটির সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কম্যান্ড, আই অ্যাম বাংলাদেশ ফাউন্ডেশন এবং ওয়ার্ল্ড হিউমান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ। সার্বিক তত্ত্বাবধান করছেন মোহাম্মদ কাদের, (সিআইপি)। মূল আলোচক হিসেবে হার্ভার্ড ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটি, কলোরাডো ইউনিভার্সিটির অধ্যাপকসহ বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ বক্তব্য দিবেন। বাংলাদেশের বিভিন্ন সেক্টর যেমন- শিক্ষা, চিকিৎসা, বাসস্থান কিভাবে সংস্কার করা যায় সেই ব্যপারে তারা বক্তব্য রাখবেন। অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য অন্তত ১০টি দেশ থেকে অতিথিরা ইতিমধ্যে সম্মতি দিয়েছেন অংশগ্রহণ করার। অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীনকালীন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে কিভাবে নতুন বাংলাদেশ তৈরি করা যায় সেই ব্যপারেও আলোচনা হবে।অনুষ্ঠানটি ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কের ম্যারিয়ট মারকুইস হোটেলে বিকাল ৬ টায় অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করার জন্য evenbrite link a রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়া বিস্তারিত জানার জন্য রিবিল্ড বেটার বাংলাদেশ সামিট ২০২৪-এর ওয়েবসাইটটি ভিজিট করা যাবে rebuildbb.com বলে আয়োজকরা জানিয়েছেন। অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশে যেসকল ছাত্র শহীদ হয়েছিলেন এবং মার্কিন যুক্তরাষ্টের যে সমস্ত সিনেটর কংগ্রেসম্যান এই আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেছিলেন তাঁদের প্রতি সম্মান প্রদর্শনা করা হবে।আয়োজকবৃন্দের সভাপতি মোহাম্মদ কাদের (সিআইপি) জানিয়েছেন, নতুন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন। এছাড়াও মার্কিন যুক্তরাষ্টের সেনেটর, কংগ্রেসম্যান, নেপাল, গায়ানা, কংগোর প্রেসিডেন্টকে এবং নিউইয়র্ক শহরের মেয়র গভর্নরকে আমন্ত্রণ করা হয়েছে।
অন্যান্য আরো বিশিষ্ট ব্যক্তিগণও এই অনুষ্ঠানে আমন্ত্রিত।