নিউইয়র্কে জ্যাকসন হাইটসে সাংবাদিকদের সাথে ফালুর মতবিনিময়

ডেস্ক রিপোর্ট
  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৩

 নিউইয়র্কে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও এনটিভির চেয়ারম্যান মোছাদ্দেক আলী ফালু। ২১ সেপ্টম্বর শনিবার  সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাপ্তাহিক খবর সম্পাদক ফরিদ আলম। এসময়  নিউইয়র্ক ও ঢাকার সংবাদিকরা উপস্থিত ছিলেন। মোছাদ্দেক আলি ফালু বলেন, বাধ্য হয়ে দেশের বাইরে থাকা খুব কষ্টকর। আমাকে বাধ্য করা হয়েছে দেশের বাইরে থাকতে। যে সকল সাংবাদিক যারা দেশের ভেতর অন্যায় করেছে তাদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। বিচার না হলে ভবিষ্যতেও একই রকম অন্যায় যে কেউ করতে পারে। অন্যান্য অনিয়ম আর মানবাধিকার লংঘনের বিষয়গুলোর তদন্ত ও বিচার নিশ্চিত করে দেশ এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।