রুহুল জাহিদ -পরিষদ এর প্যানেল পরিচিতি ও কর্মী সভা এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রুহুল-জাহিদ পরিষদ। ২৩ সেপ্টেম্বর সোমবার নিউইয়র্কের মোমস পার্টি হল ওজন পার্কে এ সভা হয়। এসময় প্রার্থীরানির্বাচন কীভাবে সুষ্ঠু করা যায় এ বিষয়ে পরামর্শ চান। সভায় উপস্থিত ছিলেন সভাপতি পদপ্রার্থী রুহুল আমিন সিদ্দিকী, সাধারণসম্পাদক পদপ্রার্থী জাহিদ মিন্টু, সদস্য প্রার্থী মোহাম্মদ রব মিয়া ও তাজুমিয়া। জাহিদ মিন্টু বলেন, আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হলে একটিবাংলাদেশ ভবন প্রতিষ্ঠিত করবো। যেখানে কমিউনিটি সেন্টার, স্বাস্থ্য সেবা, ইবাদত ও রিক্রেরিয়েশনের ব্যবস্থা থাকবে। এসময় তিনি সবার সহযোগিতাকামনা করেন। সভাপতি প্রার্থী রুহুল আমিন বলেন, আমরা এ লক্ষ্যে একটি বড় পরিসরেজায়গা ও ভবন খোঁজা শুরু করেছি। বাংলাদেশ সেন্টার গড়ে তোলারবিষয়টিকে গুরুত্ব দিয়ে আমরা নির্বাচনী মেনুফেস্টো সহসাই প্রকাশ করবো।তিনি এ ব্যাপারে প্রবাসী বাংলাদেশি সংবাদ কর্মীদের সহযোগিতা কামনাকরেন।
রুহুল-জাহিদ পরিষদের বিভিন্ন পদে প্রার্থীরা হচ্ছেন- সভাপতি পদে রুহুলআমিন সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি পদে ফারুক চৌধুরী, সহ-সভাপতিপদে আমিনুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পদে জাহিদ মিন্টু, সহ-সাধারণ সম্পাদক পদে সারওয়ার খান বাবু, কোষাধ্যক্ষ পদে নওশেদহোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মো. সাদী মিন্টু, সাংস্কৃতিক সম্পাদকপদে মনিকা রায় চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক পদে নাসির আহমেদআইয়ুব, সাহিত্য সম্পাদক পদে রোমানা আহমেদ, ক্রীড়া সম্পাদক পদেআলমগীর হোসেন, স্কুল ও শিক্ষা সম্পাদক শাহনাজ হোসেন, কার্যকরীসদস্য পদে আব্দুর রব মিয়া, তাজু মিয়া, একেএম রফিকুল ইসলাম ডালিম, মো. সাইফুল ইসলাম।