‘মানবসেবায় নিরন্তর সরব থাকায়’ যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি সংগীতশিল্পী সবিতা দাসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে দেশটির উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ‘ইউনাইটেড গ্র্যাজুয়েট কলেজ অ্যান্ড সেমিনারি ইন্টারন্যাশনাল’।
যুক্তরাষ্ট্রে শিশু-কিশোরদের গান শেখার প্রতিষ্ঠান ‘বহ্নিশিখা সঙ্গীত নিকেতন’- এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সবিতা দাসের বাড়ি বরিশালে, বড় হয়েছেন খুলনায়।
শনিবার (২৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে চলতি ৭৯তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে এক অনুষ্ঠানে সবিতার হাতে ডক্টরেট ডিগ্রির সনদ তুলে দেন প্রতিষ্ঠানটির উপাচার্য মাইকেল পি পিটজেল। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের আন্তর্জাতিক প্রশাসনের প্রধান রবিন এ লকোকো।
সমাজ-সংগঠক সবিতা দাস বলেন, ‘সততা ও নিষ্ঠার সাথে সমাজকর্মে এমন সম্মান পাওয়ায় সামনের দিনগুলোতে আমার দায়িত্ব আরো বেড়ে গেল।’
‘সবিতা মাদার অ্যান্ড চিলড্রেন ফাউন্ডেশন’ নামে একটি সমাজসেবা সংগঠনেরও প্রতিষ্ঠাতা সবিতা দাস বলেন, ‘জাতিসংঘ ফোরাম থেকে এ সম্মান পাওয়ার ক্ষেত্র তৈরির জন্য কমিউনিটি প্রিয়জনদের সহযোগিতার কথা কখনো ভুলব না। তারাই আমাকে দীর্ঘ দিন ধুরে সমাজসেবায় উৎসাহিত ও অনুপ্রাণিত করেছেন।”
১৯৯১ সালে চিকিৎসক স্বামী প্রভাত দাসকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্রে আসেন সবিতা দাস। ২০০০ সালে গড়ে তোলেন ‘বহ্নিশিখা সঙ্গীত নিকেতন’। ১৫০ জন শিক্ষার্থী এখানে গান, নাচ, কবিতা আবৃত্তি, বাদ্যযন্ত্র বাজানো, ছবি আঁকা ও বাংলা ভাষা শেখে।
সবিতা দাসের গানের দুইটি অ্যালবাম রয়েছে, ‘শখের বাউল’ ও ‘সাধন কল্প তরু’।