নিউইয়র্ক মাতাবেন ওয়ারফেজ ও আর্টসেল

২৪ অক্টোবর ব্রুকভিলে কনসার্ট
  ০৭ অক্টোবর ২০২৪, ১৩:০০

বাংলায় হেভি মেটাল ধারার গানকে শ্রোতাদের মধ্যে ছড়িয়ে দিতে অগ্রগণ্য ভূমিকা রেখেছে ওয়ারফেজ। ব্যান্ডটি ইতিমধ্যে চার দশক পূর্ণ করেছে। অন্যদিকে ২৫ বছর আগে যাত্রা শুরু করে আর্টসেল। বাংলাদেশের একটি প্রগ্রেসিভ মেটাল ব্যান্ড খ্যাতি অর্জন করেছে।  বাংলাদেশের এই দুটি জনপ্রিয় ব্যান্ডদল বর্তমান যুক্তরাষ্ট্র সফর করছে। আগামী ২৬ অক্টোবর শনিবার তারা ব্যান্ড সঙ্গীতপ্রেমীদের মাতাতে আসছে নিউইয়র্ক। 
নিউইয়র্কে ওয়ারফেজ ও আর্টসেলের অংশগ্রহণে লাইভ ইন নিউইয়র্ক কনসার্টের প্রধান পৃষ্ঠপোষক বহির্বিশ্বে সর্বাধিক জনপ্রিয় ও প্রাচীনতম সংবাদমাধ্যম ‘ঠিকানা’ এবং কনসার্টটি পরিবেশিত হবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন প্রথম টেলিকম কোম্পানি ‘রিভারটেল’-এর সৌজন্যে। 
গত ৩০ সেপ্টেম্বর সোমবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে রিভারটেল হেডকোয়ার্টার্সে মিট দ্য প্রেস অনুষ্ঠানে ওয়ারফেজ ও আর্টসেলের আগমণের কথা জানান দেশি মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্টের কর্ণধার জামান মনির এবং গ্যালাক্সি মিডিয়ার কর্ণধার বদরুদ্দোজা সাগর। তারা জানান, আগামী ২৬ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্ক সিটির অদূরে ব্রুকভিলে টিলেস সেন্টারে বিশাল অডিটরিয়ামে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। 
মিট দ্য প্রেস অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া সফররত ওয়ারফেজ ব্যান্ডের দলনেতা শেখ মনিরুল আলম টিপু এবং আর্টসেলের দলনেতা, গায়ক ও গিটারিস্ট লিংকন এবং আরেক গায়ক ও গিটারিস্ট সৈয়দ মুস্তফা আসিফ ইকবাল জুয়েল এবং ওয়েবিনারে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 
মিট দ্য প্রেসে জামান মনির জানান, এক মাসের সফরে এসে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে কনসার্ট করছে ওয়ারফেজ ও আর্টসেল। প্রতিটি কনসার্টে বিপুল সাড়া মিলেছে। তিনি আশা করেন, নিউইয়র্তে ব্যান্ড দুটি বিপুলসংখ্যক দর্শক রয়েছে। তাদের গানের খোরাক জোগাবেন তারা। 
ওয়ারফেজ ও আর্টসেলের শিল্পীরা বলেন, নিউইয়র্কের দর্শকেরা একেবারেই আলাদা। এখানে কনসার্ট মানে অনেক আনন্দ হবে। গান দিয়ে দর্শকদের মন জয় করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। 
গ্যলাক্সি মিডিয়ার কর্ণধার বদরুদ্দোজা সাগর জানান, লাইভ কনসার্টের টিকেট বিক্রিতে তারা ভালো সাড় পাচ্ছেন। টিকেটের মূল্য রাখা হয়েছে ৪০ ডলার থেকে ২৫০ ডলার পর্যন্ত। গ্যালাক্সি মিডিয়ার ওয়েবসাইট এবং টিকেটমাস্টার থেকে টিকেট সংগ্রহ করা যাবে। এছাড়া কুইন্সের জ্যামাইকায় আই হোপ ডিজাউন ও ধানসিঁড়ি রেস্টুরেন্ট, জ্যাকসন হাইটসের স্টাইল উইথ মি এবং ব্রঙ্কসের খলিল বিরিয়ানি হাউজ থেকে সরাসরি টিকেট কেনা যাচ্ছে। 
ওয়ারফেজ : সত্তর-আশির দশকে আইরন মেইডেন, স্করপিয়নস, ডিপ পার্পেল, ব্ল্যাক সাবাথ, মেটালিকার গানে বুঁদ ছিলেন ঢাকার তরুণেরা। তখনো ঢাকায় কোনো হেভি মেটাল ব্যান্ড গড়ে ওঠেনি। দুনিয়াজুড়ে ইংরেজি গান নিয়ে উন্মাদনার মধ্যে ১৯৮১ সালে ঢাকায় ‘ওয়েভস’ নামে একটি হেভি মেটাল ব্যান্ড গড়ে ওঠে। মূলত বাইরের ইংরেজি গান কাভার করত ব্যান্ডটি; তখনো বাংলায় হেভি মেটালের চল আসেনি।
১৯৮৪ সালের ৬ জুন যাত্রা করে ওয়ারফেজ। বাকি ব্যান্ডের মতো ওয়ারফেজও ইংরেজি গান কাভার করত। রাজধানীর রাশিয়ান কালচারাল সেন্টারে গাইতেন তারা; দর্শকসারিতে ২০-২৫ জনের মতো থাকতেন।
ফিডব্যাকের মাকসুদুল হকের পরামর্শে ইংরেজি ছেড়ে বাংলা গানে থিতু হয়েছিল ওয়ারফেজ। বামবার প্রথম সভাপতি মাকসুদের পরামর্শে কনসার্টে প্রথমবারের মতো বাংলা গান পরিবেশন করে ওয়ারফেজ। তখন থেকে নিয়মিত বাংলায় গান করে আসছে ব্যান্ডটি।
ওয়ারফেজের বর্তমান লাইনআপ: টিপু (দলনেতা, ড্রামস), পলাশ (ভোকাল), কমল (লিড গিটার), রজার (বেজ), শামস (কি-বোর্ড), সামির (লিড গিটার) ও সৌমেন (লিড গিটার)।
আর্টসেল : আর্টসেল বাংলাদেশের একটি প্রগ্রেসিভ মেটাল ব্যান্ড। তারা অন্যান্য ধারার সঙ্গীতের ওপরেও বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষা চালিয়েছে। ২০২৪ সালে ব্যান্ডটির ২৫ বছর পূর্ণ হয়। আর্টসেল ১৯৯৯ সালের আগস্ট মাসে গঠিত হলেও একই বছরে অক্টোবর মাসে তারা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। সেপালচুরা, ড্রিম থিয়েটার, মেটালিকা, পিংক ফ্লয়েড ও প্যান্টেরা ব্যান্ড তাদের মূল অণুপ্রেরণা। 
প্রাথমিক অবস্থায় আন্ডারগ্রাউন্ড কনসার্টে একদম মেটালিকাকে পুরোপুরি কাভার করত আর্টসেল। তারা অ্যালবাম প্রকাশের আগেই দারুণ জনপ্রিয় হয়ে ওঠে। মিশ্র অ্যালবামে তাদের গানগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তাদের প্রথম এবং দ্বিতীয় উভয় অ্যালবামই তাদের শ্রোতা ও সমালোচক মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়। আর্টসেল ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী এবং ভারতে বেশ কিছু কনসার্টে অংশ নেয়।
২০০৯ সালে আর্টসেল কক্সবাজার সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা বিষয় দিনব্যাপী প্রচারণায় অংশ নেয়। তারা ২০১০ সালের ৩ জানুয়ারি অস্ট্রেলিয়াতে কনসার্ট করে বেলমোর স্পোর্টস গ্রাউন্ডে। ২০১০ সালের ডিসেম্বরে তারা কনসার্ট এগেইনস্ট ভায়োলেন্স টু উইম্যান-এ অংশ নেয়। প্রায় ১০ বছর পর আর্টসেল ২০১৬ সালে তাদের নতুন গান ‘অবিমৃষ্যতা’ মুক্তি দেয়। এরপরে নিজেদের মধ্যকার কিছু সমস্যার কারণে ব্যান্ডের বাকি তিন সদস্য লিড গিটারিস্ট এরশাদ জামানের সাথে কাজ করতে অস্বীকৃতি জানায়। আর এভাবেই আর্টসেলের চার সেলের মধ্যে একজনের বিদায় হয়। ২০১৯ সালে কাজী ফয়সাল আহমেদ লিড গিটারিস্ট হিসেবে যোগদান করেন। আর্টসেল তাদের তৃতীয় অ্যালবামের একটি গান ‘সংশয়’ ২০১৯ সালে অনলাইন প্ল্যাটফর্মে উন্মুক্ত করে। এছাড়াও ‘রক ফর পিস’ প্রজেক্টের অধীনে ‘অভয়’ নামের একটি একক মুক্তি দেয় আর্টসেল। 
ব্যান্ডের ২৫ বছর পূর্তিতে চলতি বছরর মে মাসে কানাডার টরন্টো, হ্যামিল্টন, উইনিপেগ, ভ্যাঙ্কুভারে পাঁচটি কনসার্ট করে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। কানাডার ভ্যাঙ্কুভারে কনসার্টের টিকিট মাত্র তিন ঘণ্টার ব্যবধানে শেষ হয়ে যায়। যুক্তরাষ্ট্র সফরেও ব্যান্ড দলটি ব্যাপক সাড়া ফেলেছে।