প্রতিবারের মত এবারও বাংলা গানের সোনালী অতীতকে দর্শক-শ্রোতাদের সামনে তুলে ধরতে আয়োজন করা হচ্ছে ‘ছায়াছন্দ’ শীর্ষক অনুষ্ঠানের। আগামী ১৮ অক্টোবর শুক্রবার সন্ধ্যা সাতটায় পুরানো দিনের গানের এই আসর বসছে নিউইয়র্কের জ্যামাইকার ১৭৫ স্ট্রীটের ইকরা পার্টি হলে।
এ উপলক্ষে গত বৃহস্পতিবার রাতে জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে আয়োজনকে সফল করতে সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।
পুরানো দিনের গান নিয়ে এই অনুষ্ঠান আয়োজনকে সাধুবাদ জানিয়ে জ্যামাইকার বিশিষ্টজনেরা বলেন, এর মধ্য দিয়ে অতীতের সেরা ও দর্শকপ্রিয় গানগুলো নিউইয়র্কবাসী নতুন করে শুনার সুযোগ পাবেন। সেই সঙ্গে নতুন প্রজন্মও জানতে পারবে আমাদের বাংলা গানের সমৃদ্ধ অতীত সম্পর্কে। তারা ছায়াছন্দের আয়োজক আসাদুজ্জামান বাবুকে অনুষ্ঠানের সফল আয়োজনে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।
মতবিনিময় সভা শেষে নিউইয়র্কবাসীকে ১৮ অক্টোবর শুক্রবার রাতে পুরানো দিনের গান শুনার আহবান জানিয়ে ছায়াছন্দের আয়োজক আসাদুজ্দামান বাবু বলেন, বাংলা গানের পুরানো ও সমৃদ্ধ অতীত তুলে ধরা এবং সেই গানের সুরের মুর্চ্ছনায় কিছুক্ষনের জন্য হারিয়ে যাওয়ার ইচ্ছায় আমি এর আয়োজন করতে যাচ্ছি। এই আয়োজনে দর্শক-শ্রোতা স্বতস্ফুর্তভাবে সাড়া দিবেন বলে আশা প্রকাশ করেন আসাদুজ্জামান বাবু। তিনি অনুষ্ঠানের সফল সমাপ্তিতে জ্যামাইকাবাসীর সহায়তা কামনা করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসমান গণি,মোহাম্মদ আলী, আহসান হাবিব,রাব্বী সৈয়দ,ফখরুল ইসলাম দেলোয়ার,কামাল উদ্দিন ভূঁইয়া, ডিউক খান, সিরাজুল ইসলাম লিপন,আনজাম সিদ্দিকী রাফি, মোতালেব শিকদার,আবু সাঈদ, আজফার কায়েস মহসিন,অমি হাসান, সোহেল সীমান্তসহ অনেকে।