ভক্ত আর বিশ্বাসীদের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে নিউইয়র্কের টাইমস স্কয়ারে প্রথম বারের মতো উদযাপিত হলো শারদীয় দুর্গাপূজা। নিউইয়র্কের সনাতনী হিন্দু সম্প্রদায়ের উৎসাহ উদ্দীপনায় টাইমস স্কয়ার ভিন্ন রূপ নিয়েছিল। এই শারদীয় উৎসবকে ঘিরে প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের ঘরে যেমন আনন্দ উৎসব, তেমনই পূজা মন্ডপগুলোতে নানা ধর্ম—বর্ণের মানুষের সমাগম ঘটে। যেমন ছিল পূজার্চ্চনা, আরতী, তেমনই ছিল দিনভর প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
টাইমস স্কয়ারে দুর্গাপূজা, নবরাত্রি/দুসেরা ২০২৪ উদযাপিত হয় ৫ ও ৬ অক্টোবর শনি ও রোববার। শনিবার টাইমস স্কয়ারে এ পূজা উদ্বোধন করা হয়। দুইদিনই মন্ডপ খোলা ছিল সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। পূজার স্থান টাইমস স্কয়ারের ৪৫ ও ৪৬ স্ট্রিটের মাঝে ব্রডওয়ের ওপর। এই দুর্গোৎসবে দশ বিশিষ্ট প্রবাসী বাঙালিকে সম্মাননা জানানো হয়।
তাঁরা হলেন ড. কালী প্রসাদ চৌধুরী, সুশীল সাহা, স্বপন চ্যাটার্জি, রথীন্দ্রনাথ রায়, রতন তালুকদার, কুমার বিশ্বজিত, ড. দেবাশীষ মৃধা, প্রবীর রয়, তাজুল ইমাম ও মনোরঞ্জন চক্রবর্তী (মরণোত্তর)। এ অনুষ্ঠানের আয়োজক সংগঠন ছিল বেঙ্গলী ক্লাব ইউএসএ ও হিন্দু কমিউনিটি অব নিউইয়র্ক। এ পূজা ছিল পাওয়ার্ড বাই এটিভি আর মিডিয়িা পার্টনার হিসেবে ছিল সাদা কালো ও বাংলাদেশ প্রতিদিন। শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিতাংশু গুহ। পূজার প্রধান স্পন্সর আকাশ রহমান ও এশা রহমান বলেন, আগামীতে এই পূজায় আমরা সবসময় পাশে থাকবো। পূজায় আরও বক্তব্য রাখেন রতন তালুকদার ও দীনেশ মজুমদার। সঞ্চালনায় ছিলেন শারমিনা সিরাজ।