গত শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকার রিয়াজুল জান্নাহ ইসলামিক সেন্টার তথা রিয়াজুল জান্নাহ মসজিদের ফান্ড রেইজিং অনুষ্ঠিত হয়েছে জ্যামাইকার আল আকসা রেস্টুরেন্ট’র হলরুমে। এতে কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এ সময় মসজিদ কর্তৃপক্ষ জানান, তারা এক ফ্যামিলির একটি বাড়ি কিনে মসজিদের কার্যক্রম চালিয়ে আসছেন। তারা বলেন, বাড়িটির ফ্লোর সংস্কার, ছাদ ও অজুখানা স্থাপন, সেই সঙ্গে জুম্মার নামাজে মুসল্লি সংকুলানের জন্য মসজিদ সম্প্রসারণে মোটা অংকের অর্থের প্রয়োজন।
শুধু তাই নয়, মসজিদের ঋণবাবদ ৭৫ হাজার ডলার পরিশোধ করাও জরুরী হয়ে পড়েছে বলে উল্লেখ করেন মসজিদ কর্তৃপক্ষ।
এমতাবস্থায় মসজিদের সমস্যাগুলো নিরসনের জন্য এই ফান্ড রেইজিং এর আয়োজন করা হয়েছে। মসজিদ কর্তৃপক্ষ আল্লাহর ঘর রিয়াজুল জান্নাহ ইসলামিক সেন্টারের আর্থিক সমস্যা দূর করতে কমিউনিটির সবার সহযোগিতা কামনা করেন। তারা বলেন, আমরা দেড় লাখ ডলার সহায়তার আশা নিয়ে এই ফান্ড রেইজিং এর আয়োজন করেছি।
পরে মসজিদ কমিটির আহবানে সাড়া দিয়ে কমিউনিটির বিশিষ্টজনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মুসল্লিরা যার যার সাধ্যমত মসজিদের ফান্ডে দান করেন।
ফান্ড রেইজিং অনুষ্ঠানে বক্তৃতা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব মাওলানা আবু জাফর বেগ,মুফতি আব্দুল মালেক,ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী,হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম, মসজিদ কমিটির প্রেসিডেন্ট নূরুল হক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মাওলানা আতাউর রহমান,মো: শফিকুল ইসলাম, গিয়াস উদ্দিন চৌধুরী, মোজাম্মেল হক প্রমুখ।
শেষে সবাইক নৈশভোজে আপ্যায়ন করা হয়।