আগামী ২৬ অক্টোবর শনিবার দ্বিতীয় আন্তর্জাতিক লালন ও লোক উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউইয়র্কের জ্যামাইকার মেরি লুইস স্কুল অডিটরিয়ামে। লালন পরিষদ ইউএসএ এই উৎসবের আয়োজন করতে যাচ্ছে।
গত বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সাংবাদিক পিনাকী তালুকদারের পরিচালনায় সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন লালন উৎসবের আহবায়ক আব্দুল হামিদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক লালন ও লোক উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করবেন কিংবদন্তী শিল্পী নীনা হামিদ। সেই সঙ্গে দেশ ও প্রবাসের স্বনামধন্য শিল্পীরা দিনব্যাপী আয়োজনে পারফর্ম করবেন। লালনের গান, সেমিনার, লালন গবেষকদের আলোচনায় সাজানো হয়েছে দিনব্যাপী অনুষ্ঠানমালা। আয়োজকরা জানান, বাংলা সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরা এবং নতুন প্রজন্মের সঙ্গে আমাদের সংস্কৃতির মেলবন্ধন গড়ে তোলার অভিপ্রায়ে আমরা দ্বিতীয়বারের মত এই উৎসবের আয়োজন করতে যাচ্ছি। সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, এবারের এই আয়োজনের স্পন্সর হিসাবে থাকছে স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান গোল্ডেন এইজ হোমকেয়ার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দিনব্যাপী আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক লালন ও লোক উৎসবের সার্বিক দায়িত্বে যারা আছেন তারা হলেন আহবায়ক আব্দুল হামিদ, সমন্বয়কারী স্বীকৃতি বড়ুয়া, গোপাল স্যান্ন্যাল, হাসানুজ্জামান সাকি ও সুখেন জোসেফ গোমেজ। এছাড়া অনুষ্ঠানের শিল্প নির্দেশক হিসাবে থাকছেন জাহেদ শরীফ এবং মিডিয়া সমন্বয়কারী হিসাবে আছেন পিনাকী তালুকদার। অনুষ্ঠানের সহযোগী হিসাবে আছেন শুভ রায় এবং সাহানা ভট্টাচার্য। এ সময় লালন উৎসব সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়।