নিউইয়র্কের ব্রিং হম্পটনে আগামী ২ নভেম্বর বাংলাদেশিসহ সকল অভিবাসীদের জন্য আইন, ট্যাক্স, এবং ফাইন্যান্স সম্পর্কিত একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। টেষ্ট অব বেঙ্গল, ৪৭ ওয়াশিংটন এভিনিউ ইন্ডকটে আয়োজিত এই সেমিনারটি বিকেল থেকে রাত পর্যন্ত চলবে। এতে সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ থাকছে।
আয়োজকরা জানান, প্রবাসী বাংলাদেশিদের আইনি, কর সংক্রান্ত এবং অর্থনৈতিক সমস্যা সমাধানে সহায়তা করাই এই সেমিনারে উদ্দেশ্য। এতে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন নামকরা আইনজ্ঞ, সিপিএ, রিটেলর, এবং ফাইন্যান্সিয়াল প্ল্যানাররা। অংশগ্রহণকারীরা এখানে নিজেদের প্রশ্নগুলোর উত্তর এবং প্রয়োজনীয় পরামর্শ সরাসরি বিশেষজ্ঞদের থেকে জানতে পারবেন।
এতে প্রধান বক্তাদের মধ্যে থাকবেন—এটর্নি ব্রুস ফিশার, মোহাম্মদ এন মজুমদার, জাকির চৌধুরি সিপিএ, রিটেলর ইমাম হোসেন, ব্যাংকার আজাদুল ইসলাম, মর্টগেজ লোন অরিজেনেটর শামীম মজুমদার এবং ব্রঙ্কসের অ্যাসিস্ট্যান্ট এটর্নি ডিরেক্টর রাশিদ মজুমদার।
সিপিএ জাকির চৌধুরী এবং ডা. মোক্তার আহমেদ সেমিনারে প্রধান সমন্বয়কের হিসেবে থাকছেন তারা জানান, আমরা অভিবাসীদের আইন, ট্যাক্স এবং ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে এই সেমিনারের আয়োজন করেছি। আশা করছি, এটি অংশগ্রহণকারীদের জন্য অত্যন্ত উপকারী হবে।
সেমিনারের আলোচ্য বিষয়
•ইমিগ্রেশন ও ট্যাক্স আপডেট।
•মর্টগেইজ ও বাড়ি বেচাকেনার সুযোগ সমূহ।
•দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের অধিকার সমূহ।
•ইন্সুরেন্স ও অর্থনৈতিক অর্জনের সম্ভাবনা সমূহ।
•ব্যক্তিগত ও ব্যবসায়িক ট্যাক্স সংক্রান্ত খুটিনাটি।
•ছোট বড় ব্যবসা শুরু ও পরিচালনাত তথ্য।
•ফ্রি অনুমোদন, লো-কষ্ট লোন, ফাষ্ট টাইম হোসবায়ার।
•স্বপ্নের বাড়ি কেনার পদ্ধতি ক্লোজিং কষ্ট ও লোন প্রসিডিওর।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে এসে সম্পূর্ণ অপরিচিত পরিবেশে বেশ জামেলায় পড়তে হয় অধিকাংশ বাংলাদেশিকে। বিশেষ করে আইনি সমস্যা, ট্যাক্স কিংবা আর্থিক বিষয়গুলো বেশি ভোগান্তিতে ফেলে মানুষদের। এসব বিষয়ে পর্যাপ্ত ধারণা থাকলে ব্যবসা বাণিজ্য কিংবা কেনাবেচা করতে সহজ হয়। আর এসব সেমিনার বাংলাদেশিসহ সকলের জন্য বেশ গুরুত্ববহন করে বলে মতামত সংশ্লিষ্টদের।