ইউএস আর্মিতে স্বপ্নপূরণে প্রবাসী বাংলাদেশিদের সহায়তা করছেন আশফাক

ডেস্ক রিপোর্ট
  ২৪ অক্টোবর ২০২৪, ১৩:৩২

যুক্তরাষ্ট্রের আর্মিতে বিভিন্ন পদে লোকবল নিয়োগ করা হচ্ছে। বাংলাদেশি বংশোদ্ভূতদের মধ্যে যারা আর্মিতে রিক্রুটিং ডিপার্টমেন্টে কাজ করছেন, তারাও লোকবল নিয়োগপ্রক্রিয়ায় জড়িত আছেন। তারা বাংলাদেশি ইমিগ্র্যান্ট অথবা বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্মকে ইউএস আর্মিতে যোগ দিতে উৎসাহ ও অনুপ্রেরণা দিচ্ছেন। তাদেরই একজন হলেন বাংলাদেশি আশফাক হোসেন। তিনি ইউএস আর্মির এসএসজির দায়িত্ব পালন করছেন।
২০ ও ২১ অক্টোবর আশফাক হোসেন ঠিকানাকে বলেন, দেশের জন্য কাজ করার লক্ষ্যে আমি আর্মিতে যোগ দিয়েছি। আমি বাংলাদেশ থেকে হাইস্কুল পাস করে এখানে ইমিগ্র্যান্ট হয়ে আসি। এরপর আর্মিতে যোগ দিই। এখান থেকে আমি অনেক কিছু পেয়েছি। আমার লেখাপড়া সম্পন্ন করেছি। পাইলট হওয়ার ইচ্ছাও আছে। ২০১৬ সালে কেমিক্যাল, বায়োলজি, রেডিও লজিক্যাল ও নিউক্লিয়ার স্পেশালিস্ট হিসেবে যোগ দিই। অ্যাডভান্স ট্রেনিং শেষ করে স্টাফ সার্জেন্ট হিসেবে পদোন্নতি পাই। পদোন্নতির পর আমার সামনে বাংলাদেশি কমিউনিটিকে সহযোগিতা করার দুয়ার খুলে যায়। ইউএস আর্মি আমাকে রিক্রুটিং পেশা বেছে নেওয়ার সুযোগ দেয়। এই সুযোগ কাজে লাগিয়ে এখন রিক্রুটিংয়ে আমি দেশসেবার পাশাপাশি বাঙালি কমিউনিটির মানুষকে আর্মির বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানে কাজ করে যাচ্ছি। বাংলাদেশি নতুন প্রজন্মের মধ্যে যারা ইউএস আর্মিতে যোগ দিয়ে ক্যারিয়ার গড়তে চায়, আমি তাদের স্বপ্নপূরণে সব ধরনের সহায়তা করব। তিনি বলেন, আমি ইউএস আর্মির রিক্রুটিং ডিপার্টমেন্টে আছি। সেখানে লোকবল নিয়োগের জন্য কাজ করছি। তাই নিউইয়র্কসহ যেকোনো স্টেট থেকে বাংলাদেশি কেউ ইউএস আর্মিতে যোগ দিতে চাইলে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি তাদের প্রয়োজনীয় সহায়তা করতে চাই। কারণ আমি চাই, অন্যান্য কমিউনিটির পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির তরুণেরাও ইউএস আর্মিতে যোগ দিক। এখানে সম্মানের পাশাপাশি অর্থনৈতিক নিশ্চয়তাও রয়েছে। ইউএস আর্মিতে যোগ দেওয়ার জন্য কতগুলো ধাপ পার করতে হয়। বিভিন্ন ধরনের সিলেকশন পরীক্ষা রয়েছে, তাতে সিলেক্ট হতে হবে।
আশফাক হোসেন জানান, ইউএস আর্মিতে জনবল নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, এখন সেনাবাহিনীতে এনলিস্টেড ও অফিসার পদে নিয়োগ দেওয়া হচ্ছে। কিছু ক্ষেত্রে এই চাকরিতে যোগদানের জন্য ৫০ হাজার পর্যন্ত বোনাস অফার করে। এটি নির্ভর করে বিভিন্ন বিষয়ের ওপর। চুক্তির মেয়াদ ও সময়, চাকরির ধরনও একটি। চাকরিতে যারা প্রবেশ করতে চান, তারা চুক্তি করতে পারেন ৩/৪/৫/৬ বছরের জন্য। পার্টটাইম এবং ফুলটাইম দুই ধরনের চাকরিই রয়েছে। ন্যূনতম ২০ বছর চাকরি করার পর প্রাথমিক অবসর নেওয়া যায়। যারা এনলিস্টেড পদে যোগ দেবেন তারা গ্রিনকার্ড হোল্ডার হলে যোগদানের ছয় মাসের মধ্যে নাগরিকত্ব পেতে পারেন। যেদিন ট্রেনিং শুরু হবে, সেদিন থেকেই পেমেন্ট শুরু হবে। বয়স ১৭-৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে বয়স মওকুফেরও সুযোগ আছে, তা হলো ৪২ বছর পর্যন্ত।
আশফাক হোসেন বলেন, আর্মিতে যোগ দেওয়ার জন্য ASVAB (অ্যাসভাব) টেস্ট পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এনলিস্টেডের জন্য ইংরেজি ও ম্যাথ পরীক্ষা হবে ১০টি সেকশনে। তবে ইংলিশে প্যারাগ্রাফ সেকশন ও ওয়ার্ড মিনিং সেকশন থাকবে। এ ছাড়া অ্যারেথমেটিকস ও ম্যাথমেটিকস সেকশন থাকবে, সেখানে পাস করতে হবে। চারটি সেকশন ছাড়াও বাকি ছয়টি সেকশন হবে টেকনিক্যাল সেকশন। ১০০ নম্বরের পরীক্ষায় পাস নম্বর ৩১। এনলিস্টেড পদে গ্রিনকার্ডধারীরা আবেদন করতে পারবেন। আর অফিসার পদের জন্য আবেদনকারীকে সিটিজেন হতে হবে। অফিসারদের জিটি সেকশনে টেস্ট পরীক্ষায় ১১০ পেতে হবে। হাইস্কুল ডিপ্লোমা হলে চলে। তবে এনলিস্টমেন্ট সর্বোচ্চ অফিসার পদের জন্য ব্যাচেলর ডিগ্রি হতে হবে। এনলিস্টেডের জন্য বয়স হলো ১৭-৩৫ আর অফিসারের জন্য বয়স হলো ১৮-৩১ বছর। কেউ চাইলে তিন বছরের জন্য চুক্তি করতে পারেন আবার কেউ চাইলে ছয় বছরের জন্য চুক্তি করতে পারবেন। তিনি আরও বলেন, আবেদন করার পর পরীক্ষায় পাস করলে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। ব্যাকগ্রাউন্ড চেক হবে। মেডিকেল হিস্ট্রি নেবে। ডায়াবেটিস কিংবা হার্টের অসুখের মতো বড়, কঠিন ও জটিল রোগ থাকলে পরবর্তী ধাপে যেতে পারবে না। যারা মেডিক্যালে প্রাথমিক সিলেকশনে টিকবেন, তাদের মেডিক্যাল, ফিজিক্যাল টেস্ট হবে। ১০ বছরের সব হিস্ট্রি দেখা হবে। সবকিছুু ইতিবাচক হলে পরবর্তী ধাপে যাবেন। উত্তীর্ণ ব্যক্তি কোন পদে যেতে চান, সেটি ঠিক করবেন। প্রশিক্ষণ শেষে ন্যাশনাল সার্টিফিকেট পাবেন। যারা রিজার্ভ ফোর্সে থাকেন, তারা মাসে দুই দিন ডিউটি করেন। যারা বিশেষ সেক্টরে প্রবেশ করতে চান, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বড় ও খ্যাতনামা গোয়েন্দা সংস্থা ও বড় সরকারি পদে জয়েন করতে চান, তাদের টপ সিক্রেট ক্লিয়ারেন্স ও সিক্রেট ক্লিয়ারেন্স লাগে। এ ধরনের সিক্রেট সার্টিফিকেট থাকলে তারা যখন আর্মিতে থাকবেন না, ওই সার্টিফিকেট দিয়ে তিনি বড় বড় জায়গায় চাকরির আবেদন করতে পারবেন। আশফাক হোসেন বলেন, আর্মিতে বেতন ভালো। সুযোগ-সুবিধাও অনেক। শুধু প্রাথমিক বেতন আয়কর যোগ্য। বাসা ভাড়া, খাবারসহ অন্যান্য বেতন আয়কর মুক্ত। এ ছাড়া কেউ ব্যাচেলর পাস করে আরও পড়ালেখা করতে চাইলে তার জন্য টিউশন ফি সহায়তা করা হয়। এখানে ট্রেনিংয়ের জন্য কোনো ফি পেমেন্ট করতে হবে না। বিভিন্ন ধরনের ট্রেনিং করার সুযোগ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এনলিস্টেড ক্যাটাগরি নির্ধারিত হয়। এই ক্যাটাগরিতে যারা এনলিস্টেড হবেন, শিক্ষাগত যোগ্যতা যুক্তরাষ্ট্রের হাইস্কুল গ্র্যাজুয়েট হলে ক্যাটাগরি হবে ই-১ প্রাইভেট, ৩০ কলেজ ক্রেডিট থাকলে ই-২ প্রাইভেট সেকেন্ড ক্লাস, ৪০ ক্রেডিট থাকলে ই-থ্রি পিএফসি প্রাইভেট ফার্স্ট ক্লাস, ব্যাচেলর থাকলে ই-৪ স্পেশালিস্ট হবে। আর বেতনও সেই হিসাবে নির্ধারিত হবে। এ ছাড়া বোনাস অফারও করা হয়। বোনাস নির্ধারিত হয় শাখা ও কত দিনের জন্য জয়েন করছেন, সেই হিসাবে। তিনি বলেন, বাংলাদেশি কমিউনিটির অনেক বাবা-মা মনে করেন, তাদের সন্তানেরা আর্মিতে যোগ দিলে যুদ্ধে যেতে হবে। আসলে বিষয়টি এমন নয়। কারণ এখন তো কোনো দেশের সঙ্গে আমাদের যুদ্ধ নেই। ফলে যুদ্ধে যেতে হবে, এমনটি মনে না করাই ভালো। বরং কেউ যখন আর্মিতে জয়েন করেন, তখন তিনি শিক্ষা গ্রহণের পাশাপাশি বিভিন্ন বিষয়ে ট্রেনিং পান। এ ছাড়া বিভিন্ন সার্টিফিকেটও পান। পরবর্তী সময়ে তিনি ওই সব সার্টিফিকেট কাজে লাগাতে পারবেন। আর্মিতে যোগ দিয়ে অনেক দেশে ফ্রিতে ঘুরতেও পারেন। তাই আমি বাংলাদেশি কমিউনিটির নতুন প্রজন্মকে বলব, ইউএস আর্মিতে যোগ দিন। অভিভাবকেরাও তাদের সন্তানদের এ ব্যাপারে উৎসাহিত করতে পারেন। আশফাক হোসেনের সঙ্গে যোগাযোগের ঠিকানা : এসএসজি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএস আর্মি রিক্রুটার, 22 Clifton Country Rd., Ste 170, ক্লিফটন পার্ক, এনওয়াই ১২০৬৫। অফিস ফোন : ৮৩৮-২০০-৩৯৫৩, মোবাইল ফোন : ৯২৯-২১৮-০০৮২, FB: ashfaquehussain101. যারা ইউএস আর্মিতে যোগ দিতে আগ্রহী, তারা চাইলে আশফাক হোসেনের সঙ্গে যোগাযোগ করতে পারেন।