যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি পূরণের আশ্বাস দিলেন সেলিম-আলী প্যানেলের সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম। তিনি জানান, ২৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া ‘বাংলাদেশ সোসাইটি’ নির্বাচনে তার প্যানেল জয়ী হলে প্রবাসীদের জন্য একটি বাংলাদেশ কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। সম্প্রতি সিবিএন টিভি ইউএস-এর সাথে সাক্ষাৎকারে তিনি তার এই পরিকল্পনার কথা জানান।
আতাউর রহমান সেলিম বলেন, আমি এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, যা পূরণ করতে পারব না। আগের অনেক প্রার্থী এই প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তা বাস্তবায়ন করতে পারেননি। তবে আমি একটি কার্যকর পরিকল্পনার আওতায় কমিউনিটি সেন্টার বা বাংলাদেশ ভবন নির্মাণের চেষ্টা করব।
দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের সেবায় নিয়োজিত আতাউর রহমান সেলিম বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের পর পর দুই বারের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছেন।
ভোটারদের উপস্থিতির গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, ভোটারদের ভোটকেন্দ্রে আনা নির্বাচনকে সার্থক করার জন্য অত্যন্ত জরুরি। এজন্য পরিবহনসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা আমরা করব।
প্যানেলের সকল প্রার্থীর জন্য দোয়া ও সমর্থন কামনা করে তিনি বলেন, আমরা নির্বাচিত হলে বাংলাদেশ সোসাইটিকে ঐক্যবদ্ধ, শক্তিশালী ও সবার জন্য কল্যাণকর প্রতিষ্ঠানে পরিণত করব। বাংলাদেশ কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন এবং নতুন প্রজন্মের সাথে সেতুবন্ধন সুদৃঢ় করে সংগঠনকে আরো গণমুখী ও জবাবদিহিতামূলক রূপে গড়ে তুলব।