যোগ্যতা ও সম্ভাবনা থাকা সত্বেও যারা সঠিক তথ্যের অভাবে উপযুক্ত কাজ খুঁজে পাচ্ছেন না তাদেরকে হাতে ধরিয়ে সরকারি চাকরির খোঁজ খবর জানানোর কাজটি বহুদিন ধরেই করে যাচ্ছে নিউ ইয়র্ক সিটি বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটি, সংক্ষেপে এনবিসিএস। এই সংগঠনে যুক্ত আছেন নিউ ইয়র্ক সিটি, স্টেট ও ফেডারেল সিভিল সারভিসে নিয়োজিত চৌকস কর্মকর্তা বৃন্দ। সংগঠনটির প্রধান কাজই হলো, নিউ ইয়র্কে বসবাসরত বাঙালি নর নারীদের সরকারি চাকরিতে যোগদানের ধাপগুলো হাতেকলমে শিখিয়ে পড়িয়ে দেয়া। সংগঠনটির ধারাবাহিক নিরলস প্রচেষ্টার ফলে আজ প্রবাসে এমন কোন সরকারি দপ্তর নেই যেখানে ঝাঁকে ঝাঁকে বাংলাদেশি জনবল সুনামের সাথে কাজ করে যাচ্ছে।
এই ধারাবাহিকতার অংশ হিসাবে আগামি ২ নভেম্বর শনিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সেন্ট্রাল কুইন্স লাইব্রেরি, ফার্স্ট ফ্লোর প্লাজা, ৮৯-১১ মেরিক বুলেভারড , জ্যামাইকায় "ওয়ান টু ওয়ান গভর্নমেন্ট জবস এন্ড বেনিফিট ওয়ার্কশপ"- নামে একটি হাতে কলমে তথ্য আদান প্রদানে কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কীভাবে সরকারি চাকরির জন্য একাউণ্ট খুলবেন, বাংলাদেশ বা অন্য দেশ থেকে অর্জিত শিক্ষাগত যোগ্যতা কীভাবে প্রাতিষ্ঠানিক ভাবে মুল্যায়ন করে আমেরিকার সমমান করবেন, কীভাবে আপনার জীবন বৃত্তান্ত ও কভার লেটার লিখবেন, কীভাবে কোথায় কখন আবেদন করবেন, নিয়োগ পরিক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেবেন- সব খুঁটিনাটি একজন একজন করে হাতে ধরে ধরে শিখিয়ে দেয়ার আয়োজন করা হয়েছে।
এছাড়াও কীভাবে স্বল্পমুল্যে বা বিনামুল্যে সরকারি বাড়ি, এপার্টমেন্ট ও অন্যান্য সরকারি আর্থিক সুযোগ সুবিধা পেতে পারেন সেবিষয়েও খোঁজ খবর দেয়ার ব্যাবস্থা রাখা হয়েছে। আরও কিছু জানার থাকলে সেলিনা শারমিন ৭১৮-৫২৬-৫৬২৬, ডাক্তার নাফিস ৭১৮-৭০৯-১৫৯৩ ও হেলাল আলম ৬৪৬-৫১০-২৯৪৮ এর সাথে কথা বলে জেনে নিতে পারেন।