যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম অনুষ্ঠিত হল নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়। শুক্রবার বিকেলে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন-জেবিবিএ এবং নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব।
জেবিবিএ’র সাধারণ সম্পাদক ও নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস’র এশিয়ান এডভাইজার ফাহাদ সোলায়মানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসেম্বলিম্যান স্টিভেন রাগা।
এ সময় এসেম্বলিম্যান স্টিভেন রাগা বলেন, যুক্তরাষ্ট্রে নিজেদের অধিকার আদায় ও শক্তিশালী অবস্থান তৈরি করতে হলে নাগরিকদের ভোট প্রদান করতে হবে।
আর ভোট দিতে হলে আপনাকে আগে ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তিনি বলেন, ২৬ অক্টোবর রোববার ভোটার রেজিস্ট্রেশনের শেষ দিন। অযথা সময় ক্ষেপন না করে ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে সকল কমিউনিটির মানুষের প্রতি আহবান জানান এই জনপ্রিয় এসেম্বলিম্যান।
জেবিবিএ’র সাধারণ সম্পাদক ও সিটি মেয়রের এশিয়ান এডভাইজার ফাহাদ সোলায়মান বলেন, আপনি কাকে ভোট দিবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনার ও আপনাদের কমিউনিটিকে শক্তিশালী করতে হলে ভোটার হিসাবে আপনার নাম রেজিস্ট্রেশন করতে হবে। যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার প্রয়োগের বিষয়টাকে খুবই গুরুত্বের সঙ্গে দেখা হয় বলে উল্লেখ করেন তিনি। ডেমোক্রেট নেতা ফাহাদ সোলায়মান সবাইকে আবারও মনে করিয়ে দেন,আগামীকাল ২৬ অক্টোবর রোববার ভোটার রেজিস্ট্রেশনের শেষ দিন। তিনি বলেন, নিউইয়র্ক সিটির ওয়েব সাইটে গিয়েও ভোটার হওয়া যায়।
ভোটার লিস্টে নিজেদের নাম রেজিস্ট্রেশনের আহবান জানিয়ে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ সোসাইটির বর্তমান সাধারণ সম্পাদক ও আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী রুহুল আমিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক প্রার্থী জাহিদ মিন্টু, নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান জিলানী, সঙ্গীত শিল্পী আফতাব জনি, কমিউনিটি অ্যাক্টিভিস্ট নাঈম, এসেম্বলিম্যান স্টিভেন রাগা’র ইন্টার গভর্ণমেন্ট এফেয়ার্স এসিসট্যান্ট মিস বি ও অন্যরা।