নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক আনন্দঘন বারবিকিউ পার্টি। শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুইন্সের এ্যালে পন্ড পার্কে চলা এই আয়োজনে প্রবাসী বাংলাদেশি-আমেরিকানদের মধ্যে তৈরি হয় মিলনমেলার এক উষ্ণ পরিবেশ।
এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিলো নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি-আমেরিকানদের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য, পারিবারিক সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করা। শরতের মনোরম আবহে খাবার, আড্ডা ও হাসি-আনন্দে ভরা এই বিকেলটি অংশগ্রহণকারীদের জন্য হয়ে ওঠে এক স্মরণীয় উৎসব। কেউ কেউ একে আখ্যা দিয়েছেন “একটি স্মরণীয় শরতের উৎসব” হিসেবে। সুস্বাদু খাবারের সুবাস, আনন্দঘন পরিবেশ ও প্রবাস জীবনের গল্পগাথায় মুখর ছিলো গোটা আয়োজন।
অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা ও সহযোগিতা করেন ক্লাবের প্রেসিডেন্ট লায়ন জে.এফ.এম. রাসেল এবং সেক্রেটারি লায়ন মোহাম্মাদ মশিউর রহমান মজুমদার। কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন লায়ন মাসুদ রানা তপন।
আয়োজক কমিটিতে দায়িত্ব পালন করেন লায়ন আব্দুর রশিদ বাবু (চেয়ারম্যান), লায়ন আবু বকর সিদ্দিক (কনভেনার), লায়ন রুহুল আমিন (চিফ কোঅর্ডিনেটর), লায়ন আহসানুল হক (মেম্বার সেক্রেটারি), এবং লায়ন মোহাম্মাদ হাসান জিলানি (কোঅর্ডিনেটর)। তাদের নিষ্ঠা ও প্রচেষ্টায় অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত সামাজিক মিলনমেলায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন শাহ নেওয়াজ, লায়ন নুরুল আজিম, লায়ন রকি আলিয়ান, লায়ন আহসান হাবিব, লায়ন মতিউর রহমান, লায়ন এএসএম উদ্দিন, লায়ন কাজী আজম, লায়ন মহিউদ্দিন দেওয়ানসহ আরও অনেকে। অতিথিরা লায়ন্স ক্লাবের সদস্যদের সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাবের প্রশংসা করেন।
কমিউনিটি নেতারা বলেন, এই ধরনের সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি-আমেরিকানদের ঐক্য, সংস্কৃতি ও পারস্পরিক বন্ধনকে আরও শক্তিশালী করতে সহায়তা করে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও লায়ন্স ক্লাবের এই ধারাবাহিক উদ্যোগ প্রবাসী সমাজে বন্ধুত্ব ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।