যুক্তরাষ্ট্রের মায়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়ণ কার্যক্রম চালুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে অত্র কনস্যুলেট থেকে প্রবাসী বাংলাদেশীরা ভোটার হিসেবে নিবন্ধন ও এনআইডি সংক্রান্ত প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। এ কার্যক্রমের মাধ্যমে যাদের এনআইডি কার্ড নেই তারা নতুন করে ভোটার হিসেবে নিবন্ধন এবং এনআইডি পেতে সক্ষম হবেন।
উল্লেখ্য, এবার ৩১ অক্টোবরের মধ্যে ভোটার হিসেবে নিবন্ধিত সকল প্রবাসী বাংলাদেশি অনলাইনে মোবাইলে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।
গত মঙ্গলবার পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মিজ সেহেলী সাবরীন।
প্রধান অতিথি অনুষ্ঠানে ভোটার নিবন্ধন ও আসন্ন জাতীয় নির্বাচনে বিদেশ থেকে ভোট প্রদান প্রক্রিয়া এর ওপর বিস্তারিত তুলে ধরেন। এছাড়াও তিনি ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়ণ কার্যক্রম বিষয়ে প্রবাসীদের নানা প্রশ্নের উত্তর প্রদান করেন এবং একইসাথে তিনি প্রবাসীদের নতুন ভোটার হওয়ার আহ্বান জানান। এছাড়া তিনি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মায়ামিকে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
কনসাল জেনারেল মিজ সেহেলী সাবরীন তাঁর বক্তব্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন ও এনআইডি সেবাপ্রদান কার্যক্রম অত্র কনস্যুলেটেও চালু হওয়ায় প্রবাসীদের তাদের দীর্ঘদিনের প্রত্যাশিত এ সেবা গ্রহণের আহবান জানান। এসময় তিনি কনস্যুলেটের পক্ষ থেকে সুষ্ঠু সেবা প্রদান নিশ্চিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং সরকারের এ উদ্যোগকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া তিনি কমিউনিটির নেতাদের প্রতি নতুন এ সেবা সম্পর্কে প্রবাসীদের অবহিত করার আহ্বান জানান ।
প্রবাসী কমিউনিটির পক্ষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণসহ অনেকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব এ এস এম হুমায়ুন কবীর এবং কনসাল জেনারেল মিজ সেহেলী সাবরীন পরীক্ষামূলকভাবে গৃহীত আবেদনের বিপরীতে প্রস্তুতকৃত সেবাপ্রার্থীদের এনআইডিসমূহ হস্তান্তর করেন। এনআইডি কার্যক্রম চালু হওয়ায় মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেটের অধিক্ষেত্রাধীন প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।