মিশিগানে বিএনপি নেতা খন্দকার আব্দুল মুক্তাদিরের মত বিনিময়

ডেস্ক রিপোর্ট
  ২১ অক্টোবর ২০২৫, ১৪:১০

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির মিশিগান প্রবাসী বাঙালিদের সাথে এক মতবিনিময় সভায় যোগদান করেন। ১৯ অক্টোবর (রোববার) শহরের কনান্ট রোডের 'গেইট অব কলম্বাস' হলে 'মিশিগান বাংলাদেশী কমিউনিটি'র উদ্যোগে সন্ধ্যায় এ সভা অনুষ্টিত হয়। এতে দল, মত নির্বিশেষে সকল পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন  তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
মতবিনিময় সভাটির সঞ্চালনায় ছিলেন ওয়াসিকুজ্জামান রনি। খন্দকার আব্দুল মুক্তাদির তার বক্তব্যে সিলেটের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা উল্লেখ করে প্রবাসীদেরে সিলেটে বিনিয়োগের আহবান জানান। তিনি বলেন, বিগত সরকারের আমলে সিলেট বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, বিগত স্বৈরাচারী সরকার গণতন্ত্র এবং গোটা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। আগামীতে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের  দ্বিতীয় পর্বে খন্দকার আব্দুল মুক্তাদির মিশিগান প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রবাসীরা বর্তমান রাজনীতি, সিলেটের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তাকে প্রশ্ন করলে তিনি সাবলিলভাবে জবাব দেন। তার এ মত বিনিময় সভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি তাকে আবেগ প্রবণ করে তোলে।
তিনি উপস্থিত সবাইকে বলেন, প্রবাসের এ নগর ব্যস্ততার মাঝেও যে আপনারা এসে আমাকে ভালবাসা দেখিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ, আপনাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা। তিনি তার বক্তব্যে বলেন, "আগামী নির্বাচনে সিলেট-১ আসন থেকে আমি একজন প্রার্থী সবার সাহায্য ও সহযোগিতা কামনা করছি।"
সবশেষে আয়োজকেরা উপস্থিত সবাইকে এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সুন্দর ও সফল করার জন্য ধন্যবাদ জানান।