রাইকার্স আইল্যান্ডে অফিস চালু করতে পারবে না আইস

বিচারকের আদেশ
ডেস্ক রিপোর্ট
  ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৩:২৭

ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস রাইকার্স আইল্যান্ডে অফিস চালু করতে পারবে না বলে আদেশ দিয়েছে নিউ ইয়র্ক স্টেইটের সুপ্রিম কোর্ট।
এ রায়কে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
আইউইটনেস নিউজ জানায়, বিচারক ম্যারি রোসাদো সোমবার মেয়র এরিক অ্যাডামসের নির্বাহী আদেশ ৫০কে ‘অকার্যকর’ ঘোষণা করেন। তিনি এ আদেশকে স্বার্থের সংঘাতের অনুমোদনহীন উপস্থিতি হিসেবে আখ্যা দেন।
চলতি বছর নির্বাহী আদেশটিতে সই করেন মেয়র। এর লক্ষ্য ছিল রাইকার্স আইল্যান্ড কারা কমপ্লেক্সে ফৌজদারি তদন্তে ফেডারেল এজেন্টদের যুক্ত হওয়ার অনুমোদন দেওয়া।
সমালোচকদের ভাষ্য, মেয়রের এ আদেশ নাগরিক অধিকার লঙ্ঘনের পিচ্ছিল ঢাল।
এদিকে নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের পরিকল্পনার কথা জানিয়েছে নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ।