ড্রাগ কার্টেলের শক্ত ঘাঁটিতে ডিইএর অভিযান, গ্রেপ্তার ৬০০

ডেস্ক রিপোর্ট
  ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৩২

ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিআইএ) জানায়, মেক্সিকোর অন্যতম সবচেয়ে বড় এবং হিংস্র মাদক চক্র সিনালোয়া ড্রাগ কার্টেলের বিরুদ্ধে সপ্তাহব্যাপী অভিযানে তারা ৬০০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
এবিসি নিউজ জানায়, সিনালোয়া কার্টেলকে ধ্বংস করার জন্য এই অভিযান চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে ডিআইএ। এই কার্টেলকে অ্যামেরিকায় ফেন্টানাইল, মেথামফেটামিন, কোকেন এবং হেরোইন সরবারহ করে থাকে।
২৫ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত, ডিআইএ ২৩টি অভ্যন্তরীণ ফিল্ড ডিভিশন ও সাতটি বিদেশি অঞ্চলে এজেন্টরা সমন্বিত অভিযান চালিয়ে ৬১৭ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানে ৪৮০ কেজি ফেন্টানাইল পাউডার, ৭১৪,৭০৭ নকল ওষুধের ট্যাবলেট, ২,২০৯ কেজি মেথামফেটামিন, ৭,৪৬৯ কেজি কোকেন, ৪২০টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় ১৩ মিলিয়ন ডলারের নগদ ও সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।
ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রশাসন মেক্সিকোভিত্তিক সিনালোয়া কার্টেলকে সাতটি অন্যান্য গোষ্ঠীর সঙ্গে বিদেশি সন্ত্রাসী সংস্থা হিসেবে ঘোষণা করে। ডিআইএর মতে, এই কার্টেল এখনও যুঅ্যামেরিকার জনসুরক্ষা, জনস্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তার জন্য অন্যতম বড় হুমকি।
ডিআইএ অ্যাডমিনিস্ট্রেশন টেরেন্স কোল জানান, বিশ্বের অন্তত ৪০টি দেশে সিনালোয়ার দশ হাজারেরও বেশি সদস্য, সহযোগী ও সহায়ক কাজ করছে। তারা বিপজ্জনক ও মারাত্মক সিন্থেটিক ড্রাগ উৎপাদন, প্রস্তুতকরণ, বিতরণ এবং পাচারের সঙ্গে যুক্ত।
তিনি বলেন, সিনালোয়া কার্টেল সম্পূর্ণভাবে না ভেঙে ফেলা পর্যন্ত ডিআইএর অভিযান চলবে।