অ্যামেরিকার সিটিজেনশিপ টেস্ট বা নাগরিকত্বের পরীক্ষা বর্তমানের চেয়ে কঠিন করার পরিকল্পনার কথা জানিয়েছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-ইউএসসিআইএস।
সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজকে দেওয়া সাক্ষাৎকারে এ পরিকল্পনার কথা জানান সংস্থাটির পরিচালক জো এডলো।
গত ৪ সেপ্টেম্বর সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারটি প্রকাশ হয়।
এতে সঞ্চালক নাগরিকত্বের পরীক্ষায় সম্ভাব্য পরিবর্তন নিয়ে ইউএসসিআইএসের পরিচালকের কাছে জানতে চান।
এর জবাবে এডলো জানান, কংগ্রেস যা বলেছে এবং বিদ্যমান আইনে যা আছে, নাগরিকত্ব প্রক্রিয়াকে সেখানে ফিরিয়ে নেওয়া উচিত। ইউএসসিআইএস সংবিধানের সঙ্গে সঙ্গতি রেখে চলতে চাইছে। সংস্থাটি অ্যামেরিকার নাগরিক হওয়ার দায়িত্ব বোঝানোর দিকে নজর দিতে চাইছে।
ভাষাগত দক্ষতা
পরীক্ষায় ভাষাগত দক্ষতা যাচাইয়ের ক্ষেত্রে পরিবর্তন আনার চিন্তার কথা জানান ইউএসসিআইএস পরিচালক।
তিনি জানান, অ্যামেরিকার নাগরিক হতে চাওয়া ব্যক্তির ইংরেজি ভাষা প্রকৃত বোঝার সক্ষমতা তথা পড়া, বলা ও লেখার সামর্থ্য যাচাই করা হবে।
বর্তমানে নাগরিকত্বের পরীক্ষাকে ‘অনেক বেশি সহজ’ বলে মনে করেন এডলো।
তার ভাষ্য, বর্তমানে ১০টি প্রশ্নের মধ্যে ছয়টির সঠিক উত্তর দিতে হয় পরীক্ষার্থীকে। ইউএসসিআইএস আশা করে, নাগরিক হতে চাওয়া ব্যক্তি ট্যাবলেটে একটি বাক্য পড়তে পারবেন। প্রার্থীকে ট্যাবলেটে একটি বাক্য লিখতেও বলা হবে।
কেমন হতে পারে প্রশ্নের ধরন
ইউএসসিআইএস পরিচালক মনে করেন, নাগরিকত্ব পরীক্ষাটিকে আরও বেশি চ্যালেঞ্জিং করা দরকার। এটি নিশ্চিত করতে হবে যে, অ্যামেরিকার নাগরিক হওয়া কিংবা এ সুবিধা পাওয়ার মানে কী, তা লোকজন আসলে বুঝতে পারছেন। ইউএসসিআইএস সেটিই করতে চাইছে। এ কারণে সংস্থাটি পরীক্ষা কঠিন করতে যাচ্ছে।
প্রশ্নের ধরন নিয়ে ধারণা দিয়ে এডলো জানান, প্রশ্নগুলো আরেকটু বেশি চিন্তা উদ্রেককারী হতে যাচ্ছে।
স্ট্যান্ডার্ডাইজড টেস্ট
সাক্ষাৎকারে পরীক্ষা সংক্রান্ত আরও কিছু ভাবনার কথা জানান এডলো।
তিনি জানান, নাগরিক হতে চাওয়া ব্যক্তিদের স্ট্যান্ডার্ডাইজড টেস্টেও বসানো হতে পারে। এ ছাড়া একজন প্রার্থীর কাছে অ্যামেরিকান হওয়ার মানে কী, তার ওপর একটি রচনা লেখার পরিকল্পনাও রয়েছে ইউএসসিআইএসের।
তথ্য সূত্র:টিবিএন২৪