ট্রাম্পের ছেলের সঙ্গে সাক্ষাতের অনুরোধ, ‘হট মাইকে’ ধরা পড়লেন সুবিয়ানতো

ডেস্ক রিপোর্ট
  ১৪ অক্টোবর ২০২৫, ২২:১৪

মিশরের শারম-আল-শেখে গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতোর মধ্যে এক ব্যক্তিগত আলাপ ‘হট মাইকে’ ধরা পড়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে শোনা যায়, প্রাবোও নিরাপত্তাহীনতার প্রসঙ্গ তুলতে গিয়ে ট্রাম্পকে বলেন, আমি কি এরিকের সঙ্গে দেখা করতে পারি?
জবাবে ট্রাম্প বলেন, আমি এরিককে ফোন করতে বলব, ঠিক আছে? সে খুব ভালো ছেলে। আমি তাকে বলব আপনাকে ফোন করতে।
এরপর প্রাবোও বলেন, আমরা আরও নিরাপদ জায়গা খুঁজে নেব।
জবাবে ট্রাম্প পুনরায় বলেন, আমি এরিককে আপনার সঙ্গে যোগাযোগ করতে বলব।
প্রাবোও যোগ করেন, এরিক বা ডন জুনিয়র—যে কেউ।
উল্লেখ্য, এরিক ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র দুজনই ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী সহসভাপতি।
যদিও কথোপকথনে তারা ব্যবসায়িক কোনো চুক্তি বা প্রকল্প নিয়ে আলোচনা করছিলেন কি না, তা স্পষ্ট নয়। তবে ট্রাম্প অর্গানাইজেশন চলতি বছরের মার্চে ইন্দোনেশিয়ায় একটি গলফ ক্লাব চালু করেছে, যা স্থানীয় একটি কোম্পানির সঙ্গে যৌথভাবে গড়ে তোলা হয়। এছাড়া দেশটিতে আরও একটি সম্পত্তি এবং বালিতে একটি রিসোর্ট নির্মাণাধীন রয়েছে।
হোয়াইট হাউস ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধ পেলেও এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এদিকে, দ্বিতীয় দফায় ক্ষমতায় ফেরার পর ট্রাম্পের ব্যবসায়িক স্বার্থ ও প্রেসিডেন্ট পদে তার আর্থিক প্রভাব নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। যদিও ট্রাম্প দাবি করেছেন, তিনি ব্যবসার দৈনন্দিন কার্যক্রমে যুক্ত নন এবং সেটির দায়িত্ব এখন তার দুই ছেলে এরিক ও ডন জুনিয়রের হাতে।


সূত্র: দ্য গার্ডিয়ান