কুইন্সে দুই গাড়ির সংঘর্ষে এক ডজনের বেশি আহত

ডেস্ক রিপোর্ট
  ১৪ অক্টোবর ২০২৫, ২৩:২৯


নিউ ইয়র্ক সিটির কুইন্সের ফ্লাশিংয়ে সোমবার সকালে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন এজেন্সি-এমটিএর একটি বাসের সঙ্গে অপর বাসের সংঘর্ষে এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন।
আইউইটনেস নিউজ জানায়, বাউন স্ট্রিট ও স্যানফোর্ড অ্যাভিনিউর কাছে সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য, ‘কিউ২৭’ বাসটি স্যানফোর্ড অ্যাভিনিউ ধরে পশ্চিমের দিকে যাচ্ছিল। ব্রেকে কারিগরি ঝামেলায় পড়েন বাসটির অপারেটর।
চালক তার সামনে থাকা আরেকটি কিউ২৭ বাসের সঙ্গে সংঘর্ষ এড়াতে চেয়েও ব্যর্থ হন।
কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় আহত ১৪ জনকে হাসপাতালে নেওয়া হয়, যারা সামান্য আঘাত পেয়েছেন। কমপক্ষে পাঁচজন চিকিৎসা নিতে চাননি।

তথ্য সূত্র:টিবিএন২৪