কুইন্সে বৃদ্ধ দম্পতিকে নির্মমভাবে হত্যা

ডেস্ক রিপোর্ট
  ১৫ অক্টোবর ২০২৫, ১৪:২৭

কুইন্সে বৃদ্ধ দম্পতিকে নির্যাতনের পর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় গত মাসে জেমস ম্যাকগ্রিফ নামের এক ব্যক্তিকে আটক করে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।
আদালতে মঙ্গলবার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন ম্যাকগ্রিফ।
পুলিশের বরাত দিয়ে আইউইটনেস নিউজ জানায়, গত ৮ সেপ্টেম্বর বেলেরোজে বৃদ্ধ দম্পতিকে নির্মমভাবে হত্যার ঘটনায় ম্যাকগ্রিফের বিরুদ্ধে পরিকল্পিত হত্যা, ইচ্ছাকৃত হত্যা, অপহরণ, অগ্নিসংযোগ, চুরিসহ মোট ৫০টি অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন সোমবার সকালে বেলেরোজের বিভিন্ন বাড়িতে মোবাইল ফোনে চার্জ দেওয়ার অজুহাতে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হন ম্যাকগ্রিফ। অবশেষে বৃদ্ধ দম্পতি ফ্র্যাঙ্ক অল্টন (৭৬) ও মরিন অল্টন (৭৭) তাকে সাহায্য করতে সম্মত হন। এ সুযোগে ম্যাকগ্রিফ বাড়িতে প্রবেশ করেন।
বাড়িতে প্রবেশের পর দীর্ঘ পাঁচ ঘণ্টা সেখানে অবস্থান করেন ম্যাকগ্রিফ। এ সময়ের মধ্যে ফ্র্যাঙ্ক অল্টনকে বাড়ির বেজমেন্টে বেঁধে ছুরি দিয়ে নির্মমভাবে আঘাত করেন তিনি। একই সঙ্গে মরিন অল্টনের ওপরও নির্যাতন চালান।
ওই সময় অল্টন দম্পতির ব্যাংকের অর্থ নানাভাবে নিজের অ্যাকাউন্টে স্থানান্তর করার চেষ্টা করেন। পরে এ দম্পতির ক্রেডিট কার্ড নিয়ে বাইরে বেরিয়ে যান। বের হওয়ার আগে স্বামী-স্ত্রীকে ভেতরে রেখেই বাড়িতে আগুন ধরিয়ে দেন ম্যাকগ্রিফ।
পুলিশ জানায়, হত্যার পর চুরি করা ক্রেডিট কার্ড ব্যবহার করে ম্যাকগ্রিফ কেনাকাটা করেন ও পরের দিন সিনেমা দেখতে যান।
পরে ১০ সেপ্টেম্বর নিউ ইয়র্কের টাইমস স্কয়ার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, ম্যাকগ্রিফ পেশাদার দুর্ধর্ষ অপরাধী। তার বিরুদ্ধে সহিংস যৌন অপরাধসহ ৩০ বছরের অপরাধমূলক রেকর্ড রয়েছে।
এর আগে কারাভোগের পর ২০২৩ সালে তাকে মুক্তি দেওয়া হয়।
এবার দোষী সাব্যস্ত হলে ম্যাকগ্রিফকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে।