নিউ ইয়র্কের লং আইল্যান্ডের নাসাউ কাউন্টিতে চিকনগুনিয়া ভাইরাসে আক্রান্ত এক রোগীর সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক স্টেইট ডিপার্টমেন্ট অব হেলথ কর্তৃপক্ষ।
আইউইটনেস নিউজ জানায়, আক্রান্ত ব্যক্তির শরীরে ভাইরাসটি স্থানীয় মশার কামড়ে ছড়িয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
তবে সংক্রামিত মশার সুনির্দিষ্ট উৎস এখন পর্যন্ত পাওয়া যায়নি।
সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, নিউ ইয়র্ক স্টেইটে স্থানীয়ভাবে চিকনগুনিয়া ভাইরাস সংক্রমণের ঘটনা এবারই প্রথম। আর অ্যামেরিকার মধ্যে এটি দ্বিতীয় রেকর্ড।
এর আগে ২০১৯ সালে সর্বপ্রথম অ্যামেরিকায় স্থানীয়ভাবে চিকুনগুনিয়া ভাইরাসের সন্ধান পাওয়া যায়।
পুনরায় সংক্রমিত মশাবাহিত এ ভাইরাসটি একজন মানুষের শরীর থেকে আরেকজন মানুষের শরীরে সরাসরি ছড়াতে পারে না। তাই জনসাধারণের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে নিউ ইয়র্ক স্টেইট ডিপার্টমেন্ট কর্তৃপক্ষ।
তবে এ সময় প্রত্যেক পরিবারকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্ক স্টেইট হেলথ কমিশনার ডক্টর জেমস ম্যাকডনাল্ড।
এক বিবৃতিতে ম্যকডনাল্ড বলেন,'নিউ ইয়র্কের তাপমাত্রা কম হওয়ার কারণে ভাইরাসটি ছড়ানোর ঝুঁকি এখন খুবই কম। কিন্তু আমরা প্রত্যেক পরিবারের উদ্দেশে বলছি মশার কামড় থেকে বাঁচতে সহজ কিছু সরক্ষা ব্যবস্থা মেনে চলতে।’