নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবে মতবিনিময় সভায় সাংবাদিক সুলতানা রহমান

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসের জন্য কেউ যদি ফ্যাসিস্ট বলে বলুক 

ডেস্ক রিপোর্ট
  ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৫

জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তুমুল হট্টগোলের ঘটনা ঘটেছে। গতকাল ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মজুমদার।
সভায় ঢাকার সাবেক সাংবাদিক সুলতানা রহমানের বক্তব্য প্রদানকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার বক্তব্যে ক্ষুব্দ হয়ে উঠেন উপস্থিত অনেকেই।  এসময় তার সাথে আওয়ামী লীগের ঘনিষ্ঠতা ও আওয়ামীলীগের সাথে আঁতাত করে সাংবাদিকতার অভিযোগে ঢাকার বেশ কয়েকজন সাংবাদিককের তোপের মুখে পড়েন তিনি। একপর্যায়ে সভায় তর্ক-বিতর্ক ও হৈচৈ শুরু হয়, যা দীর্ঘ সময় ধরে চলতে থাকে।
সুলতানা রহমান নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করার জন্য কেউ যদি আমাকে ফ্যাসিস্ট বলে বলুক। আমি প্রাউড করি ফ্যাসিস্ট হতে পেরে। হেনস্তার ঘটনায় সুলতানা রহমান বলেন আমার উপর মৌখিক মব সৃষ্টি করা হয়েছে। নিউইয়র্কের মতো জায়গায় কথা বলতে পারছিনা, তাহলে বাংলাদেশে মত প্রকাশের স্বাধিনতা কতটা সংকুচিত তা সহজেই অনুমেয়।