অ্যাডামস-কুওমো পুলিশ বৃদ্ধির পক্ষে: মামদানী চান অস্ত্র নিয়ন্ত্রণ

ডেস্ক রিপোর্ট
  ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫০

নিউইয়র্কের ব্রঙ্কসে এক সপ্তাহে সাতটি গোলাগুলিতে চারজন নিহত, আহত অন্তত ১১ জন। গত শুক্রবার রাতেই তিনজন গুলিবিদ্ধ হন। 
এসব ঘটনার পর আসন্ন মেয়র নির্বাচন ঘিরে প্রার্থীরা প্রতিশ্রুতিতে নিজেদের পরিকল্পনা ও অবস্থান নিয়েছেন। ব্রঙ্কসে সাম্প্রতিক বন্দুক হামলা ও সহিংসতায় মেয়র এরিক অ্যাডামস ১ হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েনের ঘোষণা দিয়েছেন সেখানে। 
সাবেক গভর্নর ও মেয়র প্রার্থী অ্যান্ড্রু কুওমো জানিয়েছেন ব্রঙ্কসে এসব সহিংসতা ঠেকাতে কমপক্ষে  ৫ হাজার পুলিশ ষেকানে প্রয়োজন। 
তবে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি বলছেন, কেবল পুলিশ নয়Ñ সহিংসতা ঠেকাতে দরকার কমিউনিটি কর্মসূচি, সচেতনতা ও অস্ত্র নিয়ন্ত্রণে কেন্দ্রীয় উদ্যোগ।