একাত্তরের প্রহরী ফাউন্ডেশন-যুক্তরাষ্ট্র

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার কমিটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট
  ০২ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৬

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬–এর কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন স্বনামধন্য সংগীত ও চিত্রশিল্পী, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম ও সদস্যসচিব মনোনীত হয়েছেন স্বীকৃতি বড়ুয়া।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৯টায় আয়োজক সংগঠন ‘একাত্তরের প্রহরী ফাউন্ডেশন’–এর সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
ড. নুরুন নবী বলেন, ২০২৫ সালের তুলনায় আরও ব্যাপক ও বৈচিত্র্যময় পরিসরে ২০২৬ সালের বইমেলা আয়োজন করা হবে। এতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হবে।
তিনি জানান, ঘোষিত আহ্বায়ক ও সদস্যসচিব কার্যকরী কমিটির সঙ্গে সমন্বয় করে অচিরেই বইমেলার স্থান, তারিখ এবং বাস্তবায়ন কমিটি ঘোষণা করবেন।