ডিসি মেট্রোতে নৃত্যশিল্পী ফাউন্ডেশনের কর্মশালা

ডেস্ক রিপোর্ট
  ০২ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩২

যুক্তরাষ্ট্রের ডিসি মেট্রো এলাকায় নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ–ডিএমভি শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) মেরিল্যান্ডের রস্কো নিক্স এলিমেন্টারি স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলী মহম্মদ।
কর্মশালায় প্রবাসে বেড়ে ওঠা শিশু–কিশোরদের নৃত্যচর্চার ওপর গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ দেন তারা। শিবলী মহম্মদ কত্থক নৃত্যে এবং শামীম আরা নীপা সৃজনশীল ও লোকনৃত্যে অংশগ্রহণকারীদের দীক্ষা দেন। কর্মশালায় যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা প্রায় ৬৫ জন শিশু–কিশোর অংশ নেয়।
স্বাগত বক্তব্যে নৃত্যশিল্পী ফাউন্ডেশন–ডিএমভি শাখার সভাপতি রোজমেরি মিতু রিবেইরো বলেন, ‘‘আমরা গর্বিত যে আমাদের নতুন প্রজন্ম কিংবদন্তি এই দুই নৃত্যশিল্পীর কাছ থেকে সরাসরি শেখার সুযোগ পেল। এটি আমাদের সবার জন্যই বড় প্রাপ্তি।’’
শিবলী মহম্মদ বলেন, ‘‘আমার ক্ষুদ্র জ্ঞানের আলোটুকু আমি সারা বিশ্বের নৃত্যশিল্পীদের মাঝে ছড়িয়ে দিতে চাই।’’ শামীম আরা নীপা বলেন, ‘‘বাংলাদেশের কৃষ্টি ও ঐতিহ্য সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।’’
দিনব্যাপী আয়োজিত এই কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ক্রিস্টিন রোজারিও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।
শামীম আরা নীপা ২০১৭ সালে এবং শিবলী মহম্মদ ২০২৪ সালে একুশে পদক পান। এই জনপ্রিয় নৃত্যযুগল ২০০০ সালে ‘নৃত্যাঞ্চল ডান্স একাডেমি’ প্রতিষ্ঠা করেন। বর্তমানে তাঁরা যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন।
এদিকে নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, নৃত্যসারথি লায়লা হাসান এক বিবৃতিতে বলেন, ‘‘আমাদের নৃত্যসন্তানদের জন্য এটি এক দুর্লভ সুযোগ। তারা গর্বিত, এমন কিংবদন্তিদের কাছ থেকে শেখার সুযোগ পেয়ে।’’
২০২৪ সালে যুক্তরাষ্ট্রের ডিসি মেট্রো এলাকায় প্রতিষ্ঠিত ‘নৃত্যশিল্পী ফাউন্ডেশন–ডিএমভি’ প্রবাসে নৃত্যচর্চার একটি প্রাণকেন্দ্র হিসেবে কাজ করছে। এর আগে ইংল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফাউন্ডেশনের শাখা প্রতিষ্ঠিত হয়েছে।