
প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিল নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৬ নভেম্বর তাদের জন্য ভোট দেওয়ার অ্যাপ (পোস্টাল ভোট বিডি) উন্মুক্ত করে দেবে সংস্থাটি। তখন থেকে নিবন্ধন সম্পন্ন করে পরবর্তীতে সংসদ নির্বাচনের ভোট দিতে পারবেন তারা।
বুধবার (২২ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে সংসদ নির্বাচনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মসূচিতে এ সুখবর দেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, ‘প্রবাসীদের ভোটের দায়িত্বে নিয়োজিতদের এবং কয়েদিদের জন্য অনলাইনে নিবন্ধনের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করছি। তারা নিবন্ধন সম্পন্ন করলে ভোটারের ঠিকানায় ব্যালট পাঠিয়ে দেওয়া হবে। তারপর তারা ভোট দিয়ে সেই ব্যালট আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। অনলাইন ভিত্তিক এ পোস্টাল ব্যালটে ভোটের জন্য একটি অ্যাপ তৈরি করা হচ্ছে। অ্যাপটি বর্তমানে ট্রায়াল পর্যায়ে রযেছে। আগামী ১৬ নভেম্বর এটা সবার উন্মুক্ত করে দেওয়া হবে।’
ইসি সচিব আখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনারসহ ইসির অন্য কর্মকর্তারা।