নিউইয়র্ক সিটির সাবেক মেয়র বিল ডি ব্লাসিও ঘোষণা দিয়েছেন, তিনি অ্যাসেম্বলিম্যান জোহরান মমদানিকে মেয়র পদে সমর্থন দিচ্ছেন। ডি ব্লাসিও বলেন, “নিউইয়র্কের মানুষ আজ আসলেই বড় পরিবর্তন চাইছে।”
তিনি নিজের মতামত প্রকাশ করেছেন ডেইলি নিউজ-এ ছাপা একটি কলামে, যার শিরোনাম ছিল— “কেন আমি জোহরান মমদানিকে সমর্থন করছি”।
ডি ব্লাসিও, যিনি দুই মেয়াদ মেয়র ছিলেন এবং ২০২১ সালে দায়িত্ব শেষ করেন, সেখানে লিখেছেন— মমদানি নিরলসভাবে নিউইয়র্কের ব্যয়বহুল জীবনযাপন ও অযোগ্যতার বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং সব সময় সাধারণ কর্মজীবী মানুষের স্বার্থকে আগে রেখেছেন।
ডি ব্লাসিও তাঁর নিজের মেয়াদকালে চালু করা কিছু উদ্যোগের কথা স্মরণ করিয়ে দেন। যেমন— বেতনসহ অসুস্থতার ছুটি ও সবার জন্য প্রাক-প্রাথমিক শিক্ষা। এগুলোকে অনেকেই একসময় অবাস্তব বলে সমালোচনা করেছিলেন, কিন্তু তিনি প্রমাণ করেছেন এগুলো বাস্তবায়ন সম্ভব। তিনি মনে করেন, মমদানি আরও বড় পদক্ষেপ নিতে সক্ষম হবেন। যেমন— সবার জন্য বাস ভ্রমণ বিনামূল্যে করা এবং লাখো ভাড়াটিয়ার জন্য ভাড়া স্থগিত রাখা।
ডি ব্লাসিওর মতে, নিউইয়র্কবাসী ইতোমধ্যে মমদানির চিন্তাধারাকে সমর্থন জানিয়েছে, যার প্রমাণ হলো জুন মাসের ঐতিহাসিক ডেমোক্র্যাটিক প্রাথমিক নির্বাচনে তাঁর জয়ে। তিনি লিখেছেন, “আমাদের তাঁর প্রয়োজন, কারণ তিনি অন্তরে-বাহিরে বিশ্বাস করেন—এমন একটি শহর কখনো গ্রহণযোগ্য নয়, যেখানে যারা শহরকে গড়ে তুলেছে এবং চালিয়ে যাচ্ছে, তারাই বঞ্চিত হয়।”