নগ্ন চালক উঠে পড়লেন গাড়ির ছাদে, হেফাজতে নিল পুলিশ

ডেস্ক রিপোর্ট
  ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৪৬

লস অ্যাঞ্জেলেসের ওয়েস্টউডে গুরুত্বপূর্ণ একটি সড়ক থেকে গাড়ির চালক নগ্ন এক নারীকে মঙ্গলবার হেফাজতে নিয়েছে পুলিশ।
এর আগে তার সঙ্গে দীর্ঘক্ষণ মুখোমুখি অবস্থানে ছিলেন বাহিনীর সদস্যরা।
আইউইটনেস নিউজ জানায়, নিজের স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল-এসইউভির ছাদে উঠে যাওয়ার পর বেলা ১১টার ঠিক আগে ওই নারীকে হেফাজতে নেয় পুলিশ।
লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট-এলএপিডি জানায়, বেল এয়ারের ওভাডা প্লেসের ১১০০০ ব্লকে চিৎকার করে এক নারী ঝামেলা সৃষ্টি করছে বলে খবর পায় পুলিশ। এর পরিপ্রেক্ষিতে বাহিনীর কর্মকর্তারা সকাল ছয়টা ৪৪ মিনিটে সাড়া দেন। যে সড়কে নারীটি ছিলেন, সেটি গেটি সেন্টার ও ৪০৫ ফ্রিওয়ের ঠিক পূর্বে।
পুলিশ কিছুক্ষণের জন্য নারীকে তাড়া করে। সেপুলভেডা বোলেভার্ডে সড়কের মাঝখানে নারীটি এসইউভি থামানোর পর সে তাড়ার অবসান হয়।
পুলিশ কর্মকর্তারা শুরুতে ধূসর রঙের ফোর্ড ব্রোঙ্কো গাড়িটির পেছনে বন্দুক নিয়ে অবস্থান নেন। তাদের আড়াল হিসেবে কাজ করে টহল গাড়িগুলো।
নারীর সঙ্গে অচলাবস্থা চলাকালে এলএপিডির সিস্টেমওয়াইড মেন্টাল রেসপন্স টিমকে ঘটনাস্থলে ডাকা হয়।
এদিকে পুলিশের সঙ্গে ইউইউভি চালকের মুখোমুখি অবস্থানের মধ্যে সকালের ব্যস্ত সময়েও সেপুলভেডা ও মন্টানার মোড় বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া নারী যেন গাড়ি চালিয়ে ঘটনাস্থল ছাড়তে না পারেন, সে জন্য প্রতিবন্ধক হিসেবে সড়কে স্পাইক স্ট্রিপ ফেলেন পুলিশ সদস্যরা।
সকাল ১০টার মধ্যে এলএপিডির তিনটি সাঁজোয়া যান এসে উপস্থিত হয় ঘটনাস্থলে। তারা ফোর্ড ব্রোঙ্কোকে ঘিরে অবস্থান নেয়।
পুরো ঘটনার তদন্ত চলছে।