চলতি মাসের শুরুতে কাতারের দোহায় বোমা হামলার পর আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত ২৯ সেপ্টেম্বর কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির কাছে ক্ষমা চান তিনি।
পলিটিকোর খবর অনুসারে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে ওভাল অফিস থেকে কাতারের প্রধানমন্ত্রীর কাছে ফোন করেন এবং নেতানিয়াহু টেলিফোনে ক্ষমা প্রার্থনা করেন।
হোয়াইট হাউস থেকে সাদা-কালো একটি ছবি প্রকাশের পর বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। ছবিতে দেখা যাচ্ছে, ট্রাম্প ফোন ধরে আছেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী স্ক্রিপ্ট থেকে কিছু পড়ছেন।
হোয়াইট হাউসের ফোনালাপের রিডআউট অনুসারে, নেতানিয়াহু হামলার জন্য কাতারের প্রধানমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করেন, বিশেষ করে 'শান্তি আলোচনার সময় হামাস নেতৃত্বকে লক্ষ্য করে ইসরায়েল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।'
হোয়াইট হাউস আরও বলেছে, নেতানিয়াহু আশ্বস্ত করেছেন, 'ইসরায়েল ভবিষ্যতে আর কখনো এই ধরনের আক্রমণ পরিচালনা করবে না।'
ফোনালাপে নেতানিয়াহু এবং কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি যোগাযোগ ও তাদের সম্পর্ক উন্নত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ত্রিপক্ষীয় ব্যবস্থায়ও সম্মত হয়েছেন বলে জানা গেছে।