ওয়াইয়োমিংয়ে বিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের ৪ জন হতাহত

ডেস্ক রিপোর্ট
  ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৪৪

ওয়াইয়োমিংয়ের উত্তরাঞ্চলের পার্বত্য এলাকায় চারজন যাত্রী বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৩ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
এবিসি নিউজ জানায়, সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৫৭ মিনিটে ওয়াইওমিংয়ের বিগহর্ন ন্যাশনাল ফরেস্টের বিগ মাউন্টেন এলাকায় বিমানটি বিধ্বস্তের খবর পায়।
শেরিডান কাউন্টি শেরিফের কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, " বিগহর্ন ন্যাশনাল ফরেস্টের মধ্যে বিগ মাউন্টেন এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। শেরিডান কাউন্টি শেরিফের ডেপুটি, শেরিডান এরিয়া সার্চ অ্যান্ড রেসকিউ (এসএএসএআর) এবং ওয়াইমিং রিজিওনাল ইএমএস (ডাব্লুআরইএমএস) এই উদ্ধার কাজে সাড়া দিয়েছে।
বিগ মাউন্টেনের পশ্চিমে একটি বিমান বিধ্বস্ত হওয়ার প্রমাণ পেয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
উদ্ধারকারী ও মেডিকেল টিম দুর্ঘটনাস্থল থেকে তিনজন জীবিত যাত্রী এবং ১৩ বছর বয়সী একজন কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়।
শেরিফের কার্যালয় জানায়, পরিবারটির ১১ বছর বয়সী এক শিশু , ৫৪ বছর বয়সী এক পুরুষ ও ৫৩ বছর বয়সী এক নারী গুরুতর আহত হয়েছেন । মেডিকেল ও উদ্ধারকারী দল আহত তিনজনকে চিকিৎসার জন্য দুটি পৃথক হাসপাতালে হস্তান্তর করেছে। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তারা ঘটনা তদন্তের জন্য দুর্ঘটনাস্থলে যাচ্ছেন।
শেরিফের কার্যালয় জং সাধারণকে দুর্ঘটনাস্থলে আশেপাশের এলাকা এড়িয়ে যাওয়ার অনুরোধ করেছেন। এবং বর্তমানে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।