রিপোর্ট

কোনো ধরণের পূর্বশর্ত ছাড়াই কিমের সঙ্গে বৈঠক চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  ০১ অক্টোবর ২০২৫, ২৩:১৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে 'নিঃশর্ত' আলোচনার জন্য প্রস্তুত। বুধবার (১ অক্টোবর) হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।
কর্মকর্তা উল্লেখ করেন, ট্রাম্প তার প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে তিনটি বৈঠক করেছিলেন। এটি কোরীয় উপদ্বীপকে স্থিতিশীল করেছিল।
তিনি বলেন, প্রথমবারের মতো ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে জানিয়েছে, ট্রাম্প ও কিমের মধ্যে সংলাপ পুনরায় শুরু করার জন্য যুক্তরাষ্ট্রের 'কোনো পূর্বশর্ত' নেই।
এর আগে দক্ষিণ কোরিয়ার একজন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছিলেন, ট্রাম্প ও কিম আগামী ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে একটি বৈঠক করতে পারেন।
সম্প্রতি সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির অধিবেশনে কিম বলেছেন, ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের 'ভালো স্মৃতি' রয়েছে।
২৫ আগস্ট দক্ষিণ কোরিয়ার নেতার সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্টও বলেন, তিনি এই বছরের শেষের আগে কিমের সঙ্গে দেখা করতে চান।