ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তার ওপর অবরোধ ভাঙতে উপত্যকার উদ্দেশ্যে রওনা হওয়া নৌবহরের পাশ থেকে সরে দাঁড়িয়েছে ইতালি।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, গাজার উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরত্ব পর্যন্ত ইতালির নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে সহায়তা দেবে। এরপর তারা সরে দাঁড়াবে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ সিদ্ধান্তের ফলে নৌবহরে ৪০টির বেশি নৌযানে থাকা আইনপ্রণেতা, আইনজীবী, মানবাধিকারকর্মীসহ পাঁচ শতাধিক যাত্রীর ওপর ইসরায়েলি হামলার শঙ্কা বেড়েছে।
সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, নৌবহর থেকে সরে যাওয়ার আগে ইতালির তরফ থেকে জানানো হয়, দেশটি সাইপ্রাসে যাত্রাবিরতি দিয়ে সেখান থেকে সাহায্য পাঠাতে চায়।
নৌযাত্রার আয়োজকরা এ প্রস্তাব প্রত্যাখ্যান করে জানান, তাদের এ যাত্রা থামবে না।
দীর্ঘদিন ধরে ইসরায়েলের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাজায় ত্রাণ পাঠাতে বিপদের ঝুঁকি নিয়ে নৌযাত্রায় আছেন অনেকে।গত সপ্তাহে গ্রিস উপকূলে ড্রোন হামলার শিকার হয় নৌবহরটি।আয়োজকরা ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করলেও সেটি অস্বীকার করে তেল আবিব।ইসরায়েল স্পষ্ট করে বলেছে, কোনোভাবেই এ নৌবহরকে গাজায় প্রবেশ করতে দেওয়া হবে না।
ফ্লোটিলার ইতালির মুখপাত্র মারিয়া এলেনা দেলিয়ার আশঙ্কা, ইসরায়েল দ্রুতই আক্রমণ করতে পারে।ইতালির প্রতিরক্ষামন্ত্রী মনে করছেন, এ নৌবহর থামিয়ে যাত্রীদের আটক করা হতে পারে।এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ নৌযাত্রা বাতিলের আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে পোপ লিও ফ্লোটিলার যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রকাশ করেছেন উদ্বেগ।