মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ 'মোটা' সামরিক কর্মকর্তাদের সমালোচনা করেছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, 'অপেশাদার চেহারার যুগ শেষ, আর কোনো দাড়িওয়ালা নয়।'
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কমান্ডারদের এক বিরল সমাবেশে হেগসেথ এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, যদি জেনারেলরা বর্তমান এজেন্ডা সমর্থন না করে, তবে তাদের পদত্যাগ করা উচিত।
পেন্টাগনের কর্মকর্তাদের পূর্ববর্তী কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, 'পেন্টাগনের হলঘরে মোটা জেনারেল এবং অ্যাডমিরালদের দেখা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।'
হেগসেথ নীরব বসে থাকা দর্শকদের উদ্দেশ্যে বলেন, 'অপেশাদার চেহারার যুগ শেষ। আর কোনো দাড়িওয়ালা নয়।'
বিরোধী ডেমোক্র্যাটরা ব্যাপকভাবে এসব কথার নিন্দা করেছেন। তারা বলেছেন, এটি মার্কিন সামরিক বাহিনীর গভীরে দলীয় রাজনীতি প্রবেশ করানোর চেষ্টা।
সিনেটের সশস্ত্র পরিষেবা কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সিনেটর জ্যাক রিড বলেন, 'এটি ইঙ্গিত দেয় সামর্থ্য, বিচার বা সংবিধানের প্রতি সেবার চেয়ে দলীয় আনুগত্য বেশি গুরুত্বপূর্ণ। এটি একটি পেশাদার, নির্দলীয় সামরিক বাহিনীর নীতিকে ক্ষুণ্ণ করছে।'