সামাজিক মাধ্যমে নজরদারি

বসবাসরত সাড়ে ৫ কোটি ভিসাধারীর রেকর্ড যাচাই করবে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
  ২২ আগস্ট ২০২৫, ২৩:৩৭
আপডেট  : ২২ আগস্ট ২০২৫, ২৩:৩৮

যুক্তরাষ্ট্রে বসবাসরত ও ভ্রমণকারী ৫ কোটি ৫০ লাখেরও বেশি ভিসাধারীর রেকর্ড পর্যালোচনা শুরু করেছে মার্কিন সরকার, যাতে দেখা হবে তারা প্রবেশ বা অবস্থানের শর্ত ভঙ্গ করেছেন কি না।
শুক্রবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।
পররাষ্ট্র দ্প্তরের এক মুখপাত্র অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, ভিসাধারীরা এখন থেকে ‘নিরবচ্ছিন্ন যাচাই’ প্রক্রিয়ার আওতায় থাকবেন। ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া, অপরাধমূলক কর্মকাণ্ড, জননিরাপত্তার জন্য হুমকি তৈরি, সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকা বা সন্ত্রাসী সংগঠনকে সহায়তা করার প্রমাণ পাওয়া গেলে ভিসা বাতিল করা হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে অভিবাসনবিরোধী নীতি জোরদার করেছেন। গণহারে বহিষ্কার, একাধিক দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা এবং ইতোমধ্যে ৬ হাজার শিক্ষার্থী ভিসা বাতিল তারই অংশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি
এখন থেকে যুক্তরাষ্ট্রে আগ্রহী ছাত্র ও দর্শনার্থীদের সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট পর্যালোচনা করা হবে। কর্মকর্তারা সেখানে নাগরিক, সংস্কৃতি, সরকার বা প্রতিষ্ঠানের প্রতি শত্রুতার কোনো ইঙ্গিত খুঁজবেন।
তাদের আরও নির্দেশ দেওয়া হয়েছে, যারা বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করে বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে কিংবা ইহুদিবিরোধী (অ্যান্টিসেমিটিক) বা সহিংসতায় জড়িত—তাদের চিহ্নিত করতে।
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন দফতরের মুখপাত্র ম্যাথিউ ট্রাগেসার বলেছেন, ‘আমেরিকার সুবিধা তাদের দেওয়া উচিত নয় যারা দেশটিকে ঘৃণা করে এবং বিরোধী মতবাদ প্রচার করে।’
তিনি আরও জানান, ‘অভিবাসন বিভাগ এমন নীতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ যা অ্যান্টি-আমেরিকানিজম উৎখাত করবে।’

শ্রমিক ভিসায় স্থগিতাদেশ
এই ঘোষণা আসে এর কিছুদিন পর, যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ট্রাক চালকদের জন্য কর্মভিসা প্রদান ‘অবিলম্বে স্থগিত’ করা হবে। তিনি এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, ‘বিদেশি চালকদের সংখ্যা ক্রমবর্ধমান, যারা যুক্তরাষ্ট্রের সড়কে বড় ট্রাক চালাচ্ছে। এটি শুধু আমেরিকানদের জীবনের জন্য হুমকি নয়, বরং দেশীয় ট্রাকচালকদের জীবিকাকেও ক্ষতিগ্রস্ত করছে।’

কঠোর অভিবাসন পদক্ষেপ
এ বছরের শুরু থেকে ট্রাম্প প্রশাসন আরও কয়েকটি পদক্ষেপ নিয়েছে— গাজার যুদ্ধ নিয়ে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে বিদেশি শিক্ষার্থীদের গ্রেফতার, মালাউই ও জাম্বিয়ার নাগরিকদের জন্য ভিসা পেতে ১৫,০০০ ডলার জামানত বাধ্যতামূলক করা,১২ দেশের নাগরিকদের সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা এবং আরও ৭ দেশে আংশিক নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকা ৫ লাখের বেশি অভিবাসীর অস্থায়ী বৈধতা বাতিল, এমনকি জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ঘোষণাও দিয়েছেন ট্রাম্প।