আত্মহত্যার আগে দুই সন্তান, স্বামীকে খুন করেন নিউ হ্যাম্পশায়ারের নারী

ডেস্ক রিপোর্ট
  ২৩ আগস্ট ২০২৫, ১৩:৫৭

নিউ হ্যাম্পশায়ারের একটি বাড়িতে আত্মহত্যার আগে এক নারী গুলি করে তার দুই সন্তান ও স্বামীকে খুন করেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ওই নারীর স্বামী ব্রেন ক্যানসারে আক্রান্ত ছিলেন বলে খবর পাওয়া গেছে।
এনবিসি নিউজ জানায়, ৩৪ বছর বয়সী এমিলি লং, তার ৪৮ বছর বয়সী স্বামী রায়ান লং এবং তাদের ছয় ও আট বছরের দুই সন্তানের মরদেহ সোমবার পাওয়া যায় ম্যাডবারির পারিবারিক বাড়িটিতে।
নিউ হ্যাম্পশায়ার অ্যাটর্নি জেনারেলের দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভোরের দিকে গুলি করে পরিবারের সদস্যদের হত্যা করে এমিলি আত্মহত্যা করেন বলে মনে করছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই নারীর স্বামী নিহত হন একাধিক গুলিতে। অন্যদিকে তাদের সন্তানদ্বয় একটি করে গুলিতে প্রাণ হারায়।
এমিলির তৃতীয় শিশু সন্তানকে বাড়িতে অক্ষত অবস্থায় পাওয়া যায়।
নিউ হ্যাম্পশায়ার অ্যাটর্নি জেনারেলের দপ্তর আরও জানায়, হত্যার উদ্দেশ্য নিয়ে এখনও তদন্ত চলছে।
নিউ হ্যাম্পশায়ার ইউনিয়ন লিডার নামের সংবাদপত্র জানায়, এমিলির স্বামীর ব্রেনে ক্যানসারে ধরা পড়ে।
সংবাদমাধ্যমটি আরও জানায়, ক্যানসার শনাক্তের বিষয়টি টিকটক অ্যাকাউন্টে পোস্ট করেন এমিলি লং, তবে গুলির পর অ্যাকাউন্টটি প্রাইভেট করে রাখা হয়েছিল।
অ্যাটর্নি জেনারেলের দপ্তরের মুখপাত্র জানান, অসুখের বিরুদ্ধে রায়ান লংয়ের লড়াইয়ের কথা জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী, তবে তাদের কেউই কোনো চিকিৎসা সংক্রান্ত নথিপত্র দেখেননি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানায়, ঘটনার সময় বাড়িটিতে চলমান অনেক ইস্যুর ব্যাপারে তদন্তকারীরা ওয়াকিবহাল হচ্ছেন, তবে হত্যার পেছনে একক কারণ নিয়ে লোকজনের জল্পনা করা উচিত নয়।