প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের ম্যারিল্যান্ডের বাসভবনে শুক্রবার সকালে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই এজেন্টরা তল্লাশি চালিয়েছেন বলে জানতে পেরেছেন এবিসি নিউজ।
সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, বোল্টনের কাছে গোপন নথিপত্র আছে, এমন অভিযোগে এ তল্লাশি চালানো হয়।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল জানান, কেউই আইনের ঊর্ধ্বে নয়। মিশনে আছে এফবিআই।
ফেডারেল তদন্তকারীরা বোল্টনের কাছে সংবেদনশীল কোন ধরনের নথি আছে বলে মনে করছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এফবিআইয়ের প্রায় ছয়টি গাড়িতে করে আসা ফেডারেল এজেন্টদের বোল্টনের বাড়িতে সকাল সাতটার দিকে দেখা যায়। তারা সেখানে প্রায় এক ঘণ্টা ছিলেন।
এবিসি নিউজ জানায়, তল্লাশির সময় স্থানীয় মন্টগোমারি কাউন্টি পুলিশ বোল্টনের বাড়ি সংলগ্ন সড়কের উভয় প্রান্তের প্রবেশমুখ বন্ধ করে দেয়।
এফবিআই এজেন্টদের বাড়িটিতে প্রবেশের পাশাপাশি বের হতে দেখা যায়। বোল্টনের বাড়ি থেকে কিছু সরানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি তার রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ আনতে জাস্টিস ডিপার্টমেন্টের ওপর চাপ বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় বোল্টনের বাড়িতে তল্লাশির ঘটনা ঘটল।
দীর্ঘদিন ধরে ট্রাম্পের ক্রোধের লক্ষ্যবস্তু বোল্টন। সর্বশেষ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের সম্পৃক্তি নিয়ে বোল্টনের সমালোচনাকে একহাত নেন প্রেসিডেন্ট।
ট্রাম্প শুক্রবার সকালে রিপোর্টারদের জানান, বোল্টনের বাড়িতে এফবিআইয়ের তল্লাশির বিষয়ে কিছু জানেন না তিনি।