ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টে (আইস) যোগ দিয়ে অবৈধভাবে থাকা মানুষ ও অপরাধীদের এ দেশ থেকে বের করে দেশের মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনতে প্রস্তুত লাখো লাখো মানুষ। তারা চান এই দেশ অপরাধমুক্ত হোক। এ জন্য তারা সরকারের হয়ে কাজ করতে চান। আইসে লোকবল নিয়োগের ঘোষণা দেওয়ার পর নজিরবিহীন ঘটনা ঘটেছে। এক সপ্তাহের মধ্যে লক্ষাধিক মানুষ আইসে চাকরি পেতে আবেদন জমা দেন।
১২ আগস্ট আইস ঘোষণা করেছে, তারা আনুষ্ঠানিকভাবে দেশপ্রেমিক আমেরিকানদের কাছ থেকে ১ লাখেরও বেশি আবেদন পেয়েছে, যারা আইসে যোগ দিয়ে যুক্তরাষ্ট্র থেকে অপরাধী অবৈধ অভিবাসীদের অপসারণে সহায়তা করতে চায়। এখনো আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদনকারীদের মধ্যে যারা যোগ্য হবেন, তাদের ব্যাকগ্রাউন্ড চেকিং, মেডিকেল এক্সামসহ বিভিন্ন বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোয়েম সম্প্রতি ঘোষণা করেছেন, আইস নতুন আবেদনকারীদের জন্য বয়সসীমা মওকুফ করেছে, যাতে আরও বেশি দেশপ্রেমিকরা এ দেশে থাকা খুনি, শিশু নির্যাতনকারী, গ্যাং সদস্য, ধর্ষক এবং আমেরিকার রাস্তা থেকে অন্যান্য অপরাধী অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করার লক্ষ্যে আইসে যোগদানের যোগ্যতা অর্জন করতে পারে। আইস আইন প্রয়োগকারী নিয়োগকারীদের মেডিকেল স্ক্রিনিং, ড্রাগ স্ক্রিনিং এবং শারীরিক সুস্থতা পরীক্ষা সম্পন্ন করতে হবে।
সম্প্রতি স্বাক্ষরিত ওয়ান বিগ বিউটিফুল বিলের মাধ্যমে উল্লেখযোগ্য নতুন তহবিলের সহায়তায় আইস ফেডারেল আইন প্রয়োগকারী প্রণোদনার একটি শক্তিশালী প্যাকেজ অফার করছে। অফারগুলো হলো সর্বোচ্চ ৫০ হাজার সাইনিং বোনাস, স্টুডেন্ট লোন পরিশোধ ও ক্ষমার বিকল্প, এটিএসআই বিশেষ এজেন্টদের জন্য ২৫% আইন প্রয়োগকারী সংস্থার প্রাপ্যতা বেতন (এলইএপি), এনফোর্সমেন্ট রিমুভাল অপারেশনের জন্য প্রশাসনিকভাবে অনিয়ন্ত্রিত ওভারটাইম (এইউআই) (ইআরও) নির্বাসন কর্মকর্তা, বর্ধিত অবসর সুবিধাসহ বিভিন্ন সুযোগ। এসব কারণে ও বয়সে ছাড় দেওয়ায় বিপুল সংখ্যক মানুষ আইসে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।