নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসের পার্কচেস্টার সেকশনে শুক্রবার চার কিশোর ও কিশোরী গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আইউইটনেস নিউজ জানায়, আবাসিক একটি এলাকায় তর্কাতর্কির পর ওয়েস্টচেস্টার স্কয়ার সেকশনের ওভারিং স্ট্রিটে বেলা চারটার পর তারা গুলিবিদ্ধ হয়।
পুলিশ জানায়, ১৩ বছর বয়সী এক বালকের পায়ে গুলি লাগে। ১৪ বছর বয়সী বালিকার পা গুলি বিদ্ধ হয়। অন্যদিকে ১৪ বছর বয়সী এক বালকের ডান পা এবং ১৫ বছর বয়সী বালকের উভয় পায়ে গুলির আঘাত লাগে।
বাহিনীটি জানায়, ভুক্তভোগীদের জ্যাকবি হসপিটালে নেওয়া হয়েছে, যেখানে তাদের অবস্থা স্থিতিশীল।
ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ধূসর রঙের একটি গাড়ি খুঁজছে পুলিশ।
বাহিনীটির ভাষ্য, গুলির সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কম বয়সী অনেকে।
ঘটনাস্থলের পাশের এক বাসিন্দা জানান, গুলির সময় তিনি সেখানে ছিলেন না, তবে চার থেকে পাঁচটি গুলি ছোড়ার কথা তিনি শুনেছেন।
তিনি জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বন্দুক সহিংসতা বাজে রূপ নিয়েছে। তার এলাকার একটি পার্কে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে।